২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মুশফিক–ইউসুফের ৮৫ রানের জুটিতে ফাইনালে জোবার্গ বাফেলোস

মুশফিক–ইউসুফের উল্লাসছবি: টু্ইটার

ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের ঝড়ে জিম আফ্রো টি-১০ লিগের ফাইনালে পৌঁছাল মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোস। দলকে ফাইনালে তুলতে ছন্দে থাকা মুশফিকও ভালো অবদান রেখেছেন। ইউসুফের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ার পথে ১০ বলে ১৪ রান করে ইউসুফকে যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিক। তাতেই ফাইনালে মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন এই দল।

হারারেতে প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জোবার্গ বাফেলোস। আন্দ্রে ফ্লেচার ও আসিফ আলীদের নিয়ে গড়া ডারবান কালান্দার্স তোলে ১৪০ রান।

ব্লেসিং মুজারাবানি ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। জবাবে ৫.১ ওভারে ৫৭ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বিপদেই ছিল মুশফিকের দল। এরপর ইউসুফের আর মুশফিকের জুটিতেই ১ বল বাকি থাকতেই জয় পেয়েছে জোবার্গ বাফেলোস।

শেষ ওভারে জয়ের জন্য জোবার্গের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম বলে ১ রান হওয়ার পর পরের ৪ বলেই ৪ বাউন্ডারি হাঁকান ইউসুফ। জিম আফ্রো টি-১০ লিগে দুর্দান্ত খেলছেন মুশফিক। প্রথম ম্যাচে ২৩ বলে ৪৬ রান করা মুশফিক এরপর গুরুত্বপূর্ণ রান করেছেন প্রায় প্রতিটি ম্যাচেই। একই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি তাসকিন আহমেদ। তিনিও আছেন দুর্দান্ত ছন্দে। সর্বশেষ ম্যাচেও ৩ উইকেট নিয়েছেন তাসকিন। তবে তাঁর দল কোয়ালিফায়ারে উঠতে পারেনি।