২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ–ভারত ওয়ানডে
বাংলাদেশ-ভারত আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা, সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। ৪ ও ৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে।
টিকিট বিক্রি শুরু হবে ৩ ডিসেম্বর সকাল ৯টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রাপ্যতা অনুসারে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হতে পারে। তবে দর্শকদের জন্য ঠিক কত হাজার টিকিট ছাড়া হচ্ছে, তা জানায়নি বিসিবি।
পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে সবচেয়ে কম, ২০০ টাকা। উত্তর-দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা। ভিআইপি গ্যালারি ১০০০ টাকা ও গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে আগামী দুই দিন তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ না হলেও বাংলাদেশ–ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।