বাংলাদেশের কাছে হারের দিনই দায়িত্ব বাড়ল স্যামির
ছিলেন সাদা বলের সংস্করণে কোচের দায়িত্বে। এবার লাল বলেও একই দায়িত্ব পেলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্ব আজ সেন্ট ভিনসেন্টে উইন্ডিজ ক্রিকেটে ত্রৈমাসিক সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান। এর মধ্য দিয়ে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন স্যামি।
ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাবেক এ অধিনায়ক আগামী বছর ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব নেবেন। নতুন দায়িত্ব পাওয়ার পর স্যামি বলেছেন, ‘যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করেছি।’
টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হলেন স্যামি। গত বছর মে মাসে সাদা বলের সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পান ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাবেক এই অলরাউন্ডার। ওয়ানডেতে স্যামির কোচিংয়ে ২৮ ম্যাচে ১৫ জয়ের পাশাপাশি ১২ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১টি টাই। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে পেয়েছে ২০ জয়। বাংলাদেশের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।