ক্লাসেনের ঝড়ে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পরের ম্যাচটি ৪৮ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পচেফস্ট্রুমে আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে সিরিজও নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের।
হাইনরিখ ক্লাসেনের জন্য হয়নি। তাঁর ৬১ বলে ১১৯ রানের অপরাজিত ইনিংসে ক্যারিবীয়দের ৪ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করেছে দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৬০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে ৮৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়লেও প্রোটিয়াদের জয়ের বন্দরে নিয়ে গেছেন ক্লাসেন। ডেভিড মিলারের সঙ্গে ৩৮ বলে ৫৫ রানের জুটির পর মার্কো ইয়ানসেনের সঙ্গে গড়েছেন ম্যাচ জয়ের ভিত। ৬২ বলে ১০৩ রানের ঝোড়ো জুটি গড়েন দুজন।
৩৩ বলে ৪৩ রান করে ইয়ানসেন আউট হয়ে গেলেও ক্লাসেন দলকে জিতিয়েছেন শেষ পর্যন্ত উইকেটে থেকে। ৫ ছক্কা ও ১৫ চারে ইনিংসটি সাজানোর পথে ৩০ বলে ফিফটি ও ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ক্লাসেন।
ক্লাসেন যেভাবে ব্যাট করেছেন, তাতে ২৬০ রানের মাঝারি সংগ্রহও খুব দ্রুতই অল্প মনে হয়েছে। ১২৩ বল হাতে রেখে অর্থাৎ, ২৯.৩ ওভারেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে ২৫০ রানের বেশি তাড়া করতে নেমে প্রথম দল হিসেবে ৩০ ওভারের কম খেলেই জিতে গেল দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন আলজারি জোসেফ। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার ব্রেন্ডন কিং। আর কেউ ফিফটি পাননি।