টি-টোয়েন্টির বর্ষসেরা মনোনয়ন পেলেন যে ৪ ক্রিকেটার

বর্ষসেরা টি–টোয়েন্টি ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন সূর্যকুমার যাদবছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল, ছিল এশিয়া কাপও। এই দুটি টুর্নামেন্ট ঘিরে দলগুলোর টি-টোয়েন্টি-ব্যস্ততা ছিল বছরজুড়েই। ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড় তোলা ক্রিকেটারদের মধ্য থেকে সেরা ক্রিকেটার বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আইসিসি।

আজ প্রকাশ করা হয়েছে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের ৪ জনের সংক্ষিপ্ত তালিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া স্যাম কারেন তো আছেনই, আছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও। তালিকার অপরজন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সূর্যকুমার যাদব

৩২ বছর বয়সী সূর্যকুমার এ বছর ৩১ ম্যাচ খেলে ১ হাজার ১৬৪ রান করেছেন। টি-টোয়েন্টি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বার কোনো ব্যাটসম্যান এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। বছরজুড়ে খেলা ৩১ ম্যাচে মোট ৬৮টি ছয় মেরেছেন সূর্যকুমার, ম্যাচপ্রতি গড়ে দুটির বেশি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে ফিফটি করেন ৩টি, স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮; উঠে যান টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের ১ নম্বরেও। উইকেটের চারপাশে খেলার কারণে সূর্যকুমারকে ‘নতুন ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান’ বলেও অভিহিত করেছেন অনেকে।

বর্সসেরার মনোনয়ন পাওয়া ৪ ক্রিকেটার
ছবি: আইসিসি

সিকান্দার রাজা

৩৬ বছর বয়সী জিম্বাবুয়ে অলরাউন্ডার এ বছর খেলেছেন ২৪ ম্যাচ। ব্যাট হাতে তুলেছেন ৭৩৫ রান, উইকেট নিয়েছেন ২৫টি। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব পেরিয়ে প্রথমবারের মতো সুপার টুয়েলভে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে বল হাতে নেন ২৫ রানে ৩ উইকেট, জিম্বাবুয়ে জেতে ১ রানে।

স্যাম কারেন

বাঁহাতি এ বোলিং অলরাউন্ডার ছিলেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক। পুরো বছরে মোট ১৯ ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।

আরও পড়ুন

মোহাম্মদ রিজওয়ান

২০২২ সালে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল রিজওয়ানের। ২৫ ম্যাচ খেলে মোট ৯৯৬, যার মধ্যে ফিফটিই ছিল ১০টি। এ ছাড়া উইকেটের পেছনে গ্লাভস হাতে নিয়েছেন ২৫টি ক্যাচ। এ বছর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরেও উঠেছিলেন। বছর শেষ করেছেন সূর্যকুমারের পেছনে থেকে।

আরও পড়ুন