ব্যাটিং কোচ হেম্প, পেস বোলিংয়ের দায়িত্বে অ্যাডামস

ডেভিড হেম্প ও আন্দ্রে অ্যাডামস

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প এবং বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের সঙ্গে দুই বছরের চুক্তির কথা জানিয়েছে বিসিবি। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজেই দলের সঙ্গে যোগ দেবেন নতুন দুই কোচ।

আরও পড়ুন

বারমুডায় জন্ম নেওয়া হেম্প এত দিন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। অন্যদিকে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে নিউজিল্যান্ড নারী ও পুরুষ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ৪৮ বছর বয়সী আন্দ্রে অ্যাডামস। ২০১৫ সালে খেলা ছাড়ার পর প্রায় এক দশকব্যাপী কোচিং ক্যারিয়ারে সর্বশেষ গত মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের পুরুষ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

২০২২-২৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন অ্যাডামস। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলস ব্লুজের বোলিং কোচ ছিলেন তিনি।

পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন হেম্প
আইসিসি

সাবেক এই পেসার নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৭৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯২ উইকেট নিয়েছেন অ্যাডামস। সুইং বোলিংয়ের জন্য খ্যাতি ছিল তাঁর।

আরও পড়ুন

হেম্প ২০২৩ সালের মে থেকে বিসিবির এইচপির প্রধান কোচ হিসেবে কাজ করছেন। গত বছর নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। ৫৩ বছর বয়সী হেম্প ইসিবি থেকে লেভেল ফোর কোচিং কোর্স করেছেন। ইংল্যান্ডের কাউন্টি দল গ্লামরগন, ওয়ারউইকশায়ার এবং দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে ১৫ হাজারের বেশি রান আছে তাঁর।

নিউজিল্যান্ড জাতীয় দলের পেসার ছিলেন আন্দ্রে অ্যাডামস
রয়টার্স

হেম্প ২৪টি ওয়ানডে খেলেছেন বারমুডার হয়ে। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি। এ ছাড়া মেয়েদের বিগ ব্যাশে ছিলেন মেলবোর্ন স্টারসের প্রধান কোচ।

গত জানুয়ারিতে জাতীয় দলের জন্য পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ, পারফরম্যান্স অ্যানালিস্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। পেস বোলিং এবং ব্যাটিং কোচ নেওয়া হলেও বাকি দুটি পদে নিয়োগ এখনো প্রক্রিয়াধীন। নতুন একজন স্পিন বোলিং কোচ নেওয়ার চিন্তাও আছে বিসিবির।

আরও পড়ুন