অস্ট্রেলিয়ার প্রয়োজন ২০২ রান, নিউজিল্যান্ডের ৬ উইকেট

অস্ট্রেলিয়ার আরও একটি উইকেটের পতন, কিউইদের উচ্ছ্বাসএএফপি

তৃতীয় দিন শেষে ক্রাইস্টচার্চ টেস্ট ভারসাম্যপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে-আম্পায়াররা যখন বেলস তুলে নিয়ে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন, ধারাভাষ্যকাররা এটাই বলেছেন।

সেই ভারসাম্যটা কেমন, সেটা দেখে আসা যাক স্কোরবোর্ডে একটু চোখ বুলিয়ে। ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪ উইকেটে ৭৭ রান। জিততে হলে আরও ২০২ রান লাগবে তাদের। আর নিউজিল্যান্ডকে জিততে হলে নিতে হবে ৬ উইকেট। এটা বিবেচনায় নিলে তো নিউজিল্যান্ডকেই একটু এগিয়ে রাখা উচিত। তাহলে ভারসাম্য দেখছেন কেন ধারাভাষ্যকারেরা।

এই ভারসাম্য দেখার দুটি কারণ থাকতে পারে। প্রথমত উইকেটে আছেন ছন্দে থাকা দুই ব্যাটসম্যান মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দ্বিতীয় কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের ইতিহাস। ১৯৯৩ সালের নভেম্বর থেকে এই টেস্টের আগ পর্যন্ত খেলা ৩২ ম্যাচের ২৪টিতেই হেরেছে নিউজিল্যান্ড। জয় পেয়েছে মাত্র একটি। সেটাও ২০১১ সালের ডিসেম্বরে। ক্রাইস্টচার্চে কি ভাগ্য বদলাবে কিউইদের?

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেছেন রাচিন রবীন্দ্র
এএফপি

এটা অনেকটাই নির্ভর করছে নিউজিল্যান্ডের পেসারদের ওপর। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৫৬ রানে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন ম্যাট হেনরি। ৬৭ রানে নিয়েছেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসেও সেই ছন্দটা ধরে রেখেছেন হেনরি। তাঁর সঙ্গে এবার বেন সিয়ার্সও ভালো করছেন। অস্ট্রেলিয়ার প্রথম ৪টি উইকেট দুজনে সমান ভাগে ভাগ করে নিয়েছেন।

এর আগে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ৩৭২ রানে। আগের দিনের ৬৫ রান নিয়ে খেলতে নামা টম ল্যাথাম বেশি দূর এগোতে পারেননি। আউট হয়েছেন তিনি ৭৩ রান করে। তবে ১১ রান নিয়ে খেলতে নামা রাচিন রবীন্দ্র ভালো ব্যাটিং করেছেন। আউট হয়েছেন অবশ্য টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে।

এ ছাড়া ড্যারিল মিচেলের ৫৮ আর স্কট কুগেলিনের ৪৯ বলে ৪৪ রানের ইনিংসে ভর করে ২৭৮ রানের লিড নিতে পারে নিউজিল্যান্ড। কিউরা শেষ ৩টি উইকেট হারিয়েছে ১ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে ৬২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। নাথান লায়ন ৩ উইকেট নিতে দিয়েছেন ৪৯ রান।

দিন শেষে অস্ট্রেলিয়ার অপরাজিত দুই ব্যাটসম্যান মিচেল মার্শ ও ট্রাভিস হেড
এএফপি

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১৬২ ও ৩৭২ (ল্যাথাম ৭৩, রবীন্দ্র ৮২, মিচেল ৫৮, ব্লান্ডেল ৯, ফিলিপস ১৬, কুগেলিন ৪৪, হেনরি ১৬, সাউদি ০, সিয়ার্স ০*; স্টার্ক ১/৯৪, হ্যাজলউড ১/৭০, কামিন্স ৪/৬২, গ্রিন ১/৪৮, লায়ন ৩/৪৯)।

অস্ট্রেলিয়া: ২৫৬ ও ২৪ ওভারে ৭৭/৪ (স্মিথ ৯, খাজা ১১, লাবুশেন ৬, গ্রিন ৫, হেড ১৭*, মার্শ ২৭*; সাউদি ০/১২, হেনরি ২/৩৭, সিয়ার্স ২/২২, ফিলিপস ০/৪)।

(তৃতীয় দিন শেষে)