অধিনায়ক শানাকার বিশ্বকাপ শেষ, শ্রীলঙ্কা দলে চামিকা
এ কী হলো বিশ্বকাপের! অধিনায়কেরা সব একে একে চোটে পড়ছেন। গতকাল একই দিনে চোটে পড়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা চোট পেয়েছিলেন এর আগেই। ঊরুর মাংসপেশিতে তিনি চোট পান ১০ অক্টোবর পাকিস্তানের কাছে হেরে যাওয়া ম্যাচে। আজ জানা গেল তাঁর বিশ্বকাপই শেষ। ছিটকে যাওয়া শানাকার জায়গায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে এসেছেন চামিকা করুনারত্নে। আইসিসি এই পরিবর্তন এরই মধ্যে অনুমোদন দিয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হারিয়ে ফেলা বড় ধাক্কা ছিল শ্রীলঙ্কার। এবার অধিনায়ককেই হারিয়ে ফেলল তারা। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগবে শানাকার। এ কারণেই তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার হয়ে ২৩টি ওয়ানডে খেলা করুনারত্নেকে। পেস বোলিং এই অলরাউন্ডার ২৮.৮৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে ২২ ইনিংসে ২৭.৬৮ গড়ে করেছেন ৪৪৩ রান। সর্বোচ্চ ইনিংসটি ৭৫ রানের। করুনারত্নের ওয়ানডে ক্যারিয়ারে ওই একটিই ফিফটি।
অন্যদিকে চোট কাটিয়ে প্রায় ছয় মাস পর ফিরে কেইন উইলিয়ামসন আবার চোটে পড়েছেন কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। চেন্নাইয়ে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে নাজমুল হোসেনের থ্রো সরাসরি লাগে নিউজিল্যান্ডের অধিনায়কের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে। স্ক্যানে ওই আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর, ফলে আবার ছিটকে গেছেন তিনি। অবশ্য বিশ্বকাপের শেষের দিকে তাঁকে ফিরে পাওয়ার আশা করছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে ডাকা হয়েছে দলে। যদিও এখনই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না তাঁকে। মানে উইলিয়ামসনকে নিয়ে আশা ছাড়ছে না নিউজিল্যান্ড।
সে ম্যাচেই বাঁ ঊরুতে চোট পান সাকিব। আজ দলের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সাকিবের চোটের জায়গায় এখনো কিছু সমস্যা আছে। সে জন্য আগামী কয়েক দিন তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে ঊরুর চোটে পড়েন সাকিব। তবে তিনি চোট সামলে ব্যাটিং চালিয়ে গেছেন। সেটা অবশ্য বেশি সময়ের জন্য নয়। চোট সামলে বেশিক্ষণ খেলতে পারবেন না ভেবেই হয়তো আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করেন। পরের ৬ বলে নেন ১৬ রান। শেষ পর্যন্ত ৪০ রানে থামে সাকিবের ইনিংস। খুব বেশি দৌড়াতে পারবেন না ভেবেই হয়তো এরপর স্লিপে ফিল্ডিং করেন সাকিব।
কিন্তু সাকিব নিজের বোলিংয়ের ১০ ওভারের কোটাও পূরণ করেছেন। এরপর অবশ্য বাংলাদেশ অধিনায়ককে আর মাঠে দেখা যায়নি। নিজের বোলিং শেষ করে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় স্ক্যান করানোর জন্য সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে।