হত্যার হুমকি পেয়েই যাচ্ছেন গৌতম গম্ভীর
দুবার হত্যার হুমকি পেলেন ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। আইএসআইএস কাশ্মীর নামক সংগঠনের থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে আজ সকালেই গম্ভীরের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এর ঘণ্টাখানেক পরেই দ্বিতীয়বারের মতো হত্যার হুমকি আসে তাঁর কাছে। বিষয়টি জানিয়েছে দিল্লি পুলিশ।
গম্ভীর এখন সরকারি দল বিজেপি থেকে নির্বাচিত লোকসভার সদস্য। তাঁকে প্রথম হত্যার হুমকি দেওয়া হয়েছে ই–মেইলে। আজ সকালেই তাঁর পক্ষ থেকে দিল্লির রাজেন্দ্রনগর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে সেই ই–মেইল ব্যবহারকারীর আইপি ঠিকানা খুঁজে বের করার চেষ্টা শুরু করে পুলিশ। এ ছাড়া তাঁর বাড়ির বাইরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়। কিন্তু দ্বিতীয়বারের মতো হত্যার হুমকি আসে গম্ভীরের কাছে। হত্যার হুমকির সেই চিঠির সঙ্গে গম্ভীরের বাড়ির বাইরের দিকের ভিডিও ছিল।
কেন্দ্রীয় পুলিশ কমিশনার শ্বেতা চৌহান গম্ভীরের অভিযোগ সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘মঙ্গলবার একজন অজ্ঞাতনামা ব্যক্তি গম্ভীরের ই–মেইলে তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে।’ ই–মেইলযোগে পাঠানো সেই চিঠি পড়ে শোনান শ্বেতা। সেখানে লেখা আছে, ‘আমরা তোমাকে এবং তোমার পরিবারকে হত্যা করতে যাচ্ছি।’
এর পরিপ্রেক্ষিতে গম্ভীর ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ কমিশনার শ্বেতা চৌহান বলেছেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ তাঁর রাজেন্দ্রনগরের বাড়ির নিরাপত্তা জোরদার করেছে। কোথা থেকে হুমকিটা এসেছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ।’
গম্ভীর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে নির্বাচন করে জয় লাভ করেন। তিনি বরাবরই ভারতীয় সীমান্তের নিরাপত্তার ব্যাপারে সোচ্চার। এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয় বলেও জানিয়েছিলেন তিনি।