সাবধান, দিল্লিতে বাংলাদেশের বাঘ!

দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে মোস্তাফিজুর রহমানছবি: দিল্লি ক্যাপিটালসের টুইটার

মোস্তাফিজুর রহমানের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে এবারের আইপিএল শুরু করেছে তাঁর নতুন দল দিল্লি ক্যাপিটালস। দিল্লি তাদের পরের ম্যাচটি খেলবে গুজরাট টাইটানসের বিপক্ষে। আগামী পরশুর এ ম্যাচের আগে গুজরাটকে যেন একটা হুমকিই দিয়ে রাখল দিল্লি। তাদের সেই হুমকি মোস্তাফিজকে ঘিরে। দিল্লি ক্যাপিটালস তাদের টুইটারে একটি টুইট করেছে এ রকম—সাবধান! বাঘ চলে এসেছে!

মোস্তাফিজ বাংলাদেশি বলেই হয়তো টুইটটি তারা করেছে বাংলা ভাষায়। সঙ্গে মোস্তাফিজের একটি ছবিও পোস্ট করেছে তারা। এর আগে মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় দলটির সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার বাংলা ভাষা শিখছেন বলে জানিয়েছিলেন। সেদিক দিয়ে বলা যায় মোস্তাফিজ আইপিএলে শুধু ক্রিকেটের ফেরিই করছেন না, ছড়িয়ে দিচ্ছেন বাংলা ভাষাও!

মোস্তাফিজকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হুমকি দিয়েছে দিল্লি। হুমকিটা শুধু গুজরাট দলকে নয়, সব প্রতিপক্ষকেই দিয়েছে তারা। এমন হুমকি দেওয়ার কারণ নিশ্চয়ই আইপিএলে মোস্তাফিজের আগের পারফরম্যান্স। কিন্তু মোস্তাফিজ কি তাঁর প্রতি ভরসার প্রতিদান দিতে পারবেন দিল্লিকে? সেটা বুঝতে মোস্তাফিজের আইপিএলের ক্যারিয়ারটা একটু ঘুরে আসা যায়।

২০১৬ সালে মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের শুরু সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলটির হয়ে দুই বছরে ১৭টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার, এর ১৬টিই ২০১৬ সালে। সেবার সানরাইজার্সের হয়ে আইপিএলের শিরোপা জেতার পথে ২৪.৭৬ গড়ে ১৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। পরের বছর এক ম্যাচ খেলে ছিলেন উইকেটশূন্য। ২০১৮ সালে মোস্তাফিজ খেলেন মুম্বাই ইন্ডিয়ানসে। দলটির হয়ে সেবার ৭ ম্যাচ খেলে ৩২.৮৫ গড়ে নিয়েছেন ৭ উইকেট।

গত বছর রাজস্থান রয়্যালসে নাম লেখান ২০২০ সালে অবিক্রীত থাকা মোস্তাফিজ। ২০২১ সালে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। হায়দরাবাদে প্রথম বছর ছাড়া খুব বেশি আলো ছড়াতে না পারলেও আইপিএলে মোস্তাফিজের পারফরম্যান্সকে খুব খারাপও বলা যাবে না।

এবার তাই তাঁর ওপর ভরসা রাখতেই পারেন দিল্লির টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে দিল্লির হয়ে খেলতে পারেননি মোস্তাফিজ। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে সরাসরি সেখান থেকেই আইপিএলে যোগ দিয়েছেন। কিন্তু কোয়ারেন্টিন–জটিলতার কারণে খেলা হয়নি প্রথম ম্যাচ। এখন অপেক্ষা আগামী পরশুর। গুজরাটের বিপক্ষে সেই ম্যাচে দল তাঁকে খেলালে কি আলো ছড়াতে পারবেন মোস্তাফিজ?