রিকি পন্টিংয়ের অনেক কিছুই ভালো লাগে মোস্তাফিজের
এই তো সেদিন আইপিএলে কী দারুণ বোলিংটাই না করলেন মোস্তাফিজুর রহমান! কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দারুণ প্রথম ওভারেই পেয়ে যেতে পারতেন অজিঙ্কা রাহানের উইকেট। কিন্তু দুর্ভাগ্য তাঁর, সেটি হয়নি। সে ম্যাচে কোনো উইকেট না পেলেও কলকাতার বিপক্ষে দিল্লির জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন মোস্তাফিজই। এবারের আইপিএলে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে দিল্লি ক্যাপিটালস তাঁকে নিয়েছে। এখন পর্যন্ত খেলেছেন তিনটি ম্যাচ, উইকেট ৩টি।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজের চতুর্থ দল। সানরাইজার্স হায়দরাবাদে দুই মৌসুম খেলার পর তাঁকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। এরপর রাজস্থান রয়্যালস ঘুরে এবার তাঁর ঠাঁই দিল্লিতে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির টুইটারে পোস্ট করা মোস্তাফিজের এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে উঠে এসেছে অনেক কিছুই।
দিল্লিতে এসে তাঁর দারুণ লাগছে দলের কোচ, সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের অনেক কিছু। তিনি যেভাবে দলের সেরা পারফরমারদের প্রশংসা করেন, যেভাবে সবাইকে অনুপ্রাণিত করেন...।
টুইটারে প্রকাশিত সাক্ষাৎকারে মোস্তাফিজের কণ্ঠে ছিল সেগুলোর গল্প, ‘এটা কেবল আমার জন্যই নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই প্রেরণাদায়ক। ম্যাচ জিতি বা হারি, ভালো পারফরম্যান্সের জন্য দলের সবার সামনে কোচের প্রশংসা দারুণ ব্যাপার। আমার মনে হয়, এটা আমাদের কোচের সুন্দর একটা দিক।’
গুজরাটের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৩ উইকেট পান মোস্তাফিজ। ম্যাচটি ১৪ রানে হেরে যায় দিল্লি। ম্যান অব দ্য ম্যাচ হন গুজরাটের লকি ফার্গুসন। সে ম্যাচে মোস্তাফিজের হাতে ভালো বোলিং পারফরম্যান্সের প্রশংসা হিসেবে একটি ‘পিন’ তুলে দিয়েছিলেন পন্টিং।
সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন মোস্তাফিজ, ‘ভালোর তো শেষ নেই। আমি খেলতে নামলে সব সময়ই চেষ্টা করি নিজের সেরাটা দিতে।’
নিলামের সময় যখন শুনলেন তিনি দিল্লি দলে সুযোগ পেয়েছেন, সে মুহূর্তের অনুভূতিটাও জানিয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার, ‘নিলামের সময় আমার খেলা ছিল। সে সময় বিপিএল চলছিল। আমি ব্যাটিং করার অপেক্ষায় ডাগআউটে ছিলাম। একজন এসে বলল, তুমি দিল্লিতে সুযোগ পেয়েছ।’