বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো দেখে নিন
গত ২৪ আগস্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল পাপুয়া নিউগিনি। গতকাল ওমানের পর আজ স্কটল্যান্ডও দিয়ে দিয়েছে তাদের স্কোয়াড। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পর্বের তিন প্রতিপক্ষের দলই জানা হয়ে গেল।স্কটল্যান্ড ভরসা রেখেছে অভিজ্ঞতার ওপর। দলকে নেতৃত্ব দেবেন কাইল কোয়েটজার। এ দলের রিচার্ড বেরিংটন, ক্যালাম ম্যাকলাউড, সাফয়ান শরিফ, ম্যাথু ক্রস ও অ্যালেসডার এভান্স মিলে স্কটল্যান্ডের হয়ে ১০০০-এর ওপর ম্যাচ খেলেছেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা জশ ডেভি, মাইকেল লিস্ক, জর্জ মুনসি ও মার্ক ওয়াট আছেন এবারের দলেও। আপাতত ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। এঁদের মাঝে দুজনকে রাখা হবে রিজার্ভ হিসেবে।
স্কটল্যান্ডের মতো ওমান দলটাও অভিজ্ঞ। দলকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী যীশান মাকসুদ। ব্যাটিংয়ে মাকসুদের সঙ্গে জতিন্দর সিং, খাওয়ার আলী, আকিব ইলিয়াসের ওপর ভরসা করবে তারা। অলরাউন্ডার হিসেবে আছেন মোহাম্মদ নাদিম, সন্দিপ গোউড। উইকেটকিপিংয়ের দায়িত্ব থাকবে সুরজ কুমারের ওপর। খাওয়ারের স্পিনও ভরসা ওমানের, সঙ্গে আছেন আয়ান খান ও নেস্টার ধাম্বা। এর আগে ২০১৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ওমান, টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি তাঁদের বিপক্ষেই করেছিলেন তামিম ইকবাল।
আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে পাপুয়া নিউগিনির অবশ্য এটাই প্রথম অংশগ্রহণ হতে যাচ্ছে। দলটার অধিনায়কত্ব করবেন ৩৪ বছর বয়সী আসাদ ভালা। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বে ছয়টি ম্যাচের পাঁচটিতেই জিতেছিল ভালার দল। নেদারল্যান্ডসের কাছে ফাইনাল হারের পর রানার্সআপ হয়েছিল তারা।
বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচ ১৭ অক্টোবর। ১৯ অক্টোবর ওমানের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড স্কোয়াড
কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, ম্যাথু ক্রস (উইকেটকিপার), জশ ডেভি, অ্যালেসডার এভান্স, ক্রিস গ্রিভস, ওলি হেয়ারস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলাউড, জর্জ মুনসি, সাফয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি স্কোয়াড
আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপ্লিং ডরিগা, টনি উরা, হিরি হিরি, গডি টোকা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরিয়া, সাইমন আটাই, জেসন কিলা, চাঁদ সপার, জ্যাক গার্ডনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান স্কোয়াড
যীশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরজ কুমার, সন্দিপ গোউড, নেস্টার ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট, খুররম খান।