টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মোসাদ্দেকের ফেরা
পরিবর্তন আসবে জানাই ছিল। মিরপুরের উইকেটে স্পিনারদের দাপট নিয়ে আলোচনা চট্টগ্রাম টেস্টের পুরস্কার বিতরণীতেই হয়ে গেছে। কন্ডিশন-উইকেট চিন্তায় না আনলেও অবশ্য বাংলাদেশ দলের পরিবর্তন না এনে উপায় ছিল না। পেসার শরীফুল ইসলাম তো আগেই বাদ পড়েছেন চোটে। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে তাঁর সঙ্গী হয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আরও কোনো পরিবর্তন আসবে কিনা, সে কৌতূহলও হচ্ছিল।
তাই দুই পরিবর্তন নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে মিরপুর টেস্টে প্রথম দিনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। স্পিনবান্ধব মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার দুশ্চিন্তা এখন লঙ্কানদের।
চোটাক্রান্ত দুজনের বদলি হিসেবে ইবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেনের দলে ঢোকার কথা শোনা যাচ্ছিল। গতকাল অধিনায়ক মুমিনুল হক সংবাদ সম্মেলনে এ নিয়ে কোনো নিশ্চয়তা না দিলেও আজ টসের পর নিজেই এ দুজনের দলে ঢোকার কথা জানিয়েছেন। ফলে মিরপুরের স্পিনবান্ধব উইকেটে তৃতীয় স্পিনারের দায়িত্বটা এখন মোসাদ্দেকের। আড়াই বছর পর টেস্টে ফিরলেন মোসাদ্দেক।
এ সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসে নাকি বিপক্ষে সেটাই দেখার অপেক্ষা। ২০১৫ সালের পর থেকে মিরপুরে কোনো টেস্ট ড্র হয়নি। এর পেছনে একটিই কারণ, এই উইকেটে স্পিনারদের রাজত্ব। তাই স্পিন আক্রমণ সঠিকভাবে বাছাই করার ওপরই এ টেস্টের ভাগ্য নির্ধারিত হবে।
ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের।
শ্রীলঙ্কা দলেও পরিবর্তন এসেছে। প্রথম টেস্টে দলের প্রধান দুই স্পিনার হতাশ করেছিলেন দলকে। বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও অফ স্পিনার রমেশ মেন্ডিস মিলে নিয়েছিলেন মাত্র এক উইকেট। তাই দলে থাকা অন্য বিশেষজ্ঞ স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে ডাকা হয়েছে। এই বাঁহাতি স্পিনার গত বছর পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ১১ উইকেট পেয়েছিলেন। তাঁকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে এম্বুলদেনিয়া।
চট্টগ্রাম টেস্টে ছিলেন বিশ্ব ও আসিথা ফার্নান্দো। বিশ্ব ফার্নান্দো মাথায় আঘাত পাওয়ায় কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন কাসুন রাজিথা। বদলি নামা রাজিথা ৪ উইকেট পেয়েছিলেন, ওদিকে আসিথা ফার্নান্দোও পেয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কা দুজনের ওপরই আস্থা রেখেছে। তৃতীয় স্পিনারের ভূমিকা নেবেন ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: ওশাডা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুশন মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্ডিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াবিক্রমা, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা।