এই মুশফিককে মিস করবেন ডমিঙ্গো
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুশফিকুর রহিমের ১০৫ রানের ইনিংসটি এসেছিল টপ অর্ডারে ছোট্ট ধসের পর। শতকটি টপ অর্ডারের ধস থামিয়ে বাংলাদেশকে দাপুটে অবস্থানে নিয়ে যেতে সাহায্য করেছিল।
আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে আরও একটি ধস থামিয়েছেন মুশফিক। ২৪ রানে ৫ উইকেট পতনের পর মুশফিক মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ১১৫ রানে অপরাজিত।
অথচ দারুণ ছন্দে থাকা এই মুশফিকুর রহিমকে বাংলাদেশ দল আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে পাচ্ছে না। যেখানে বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। পবিত্র হজ পালনের জন্য দেড় মাস দীর্ঘ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিক।
মুশফিকের ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকাকে দলের জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আজ মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমরা অবশ্যই তাঁকে মিস করব।’
তবে মুশফিকের না থাকা টিম ম্যানেজমেন্টের জন্য সুযোগ বলেও মনে করেন ডমিঙ্গো, ‘আমরা ভবিষ্যতের জন্য একজন ক্রিকেটারকে দেখতে পারব। মুশফিক, সাকিব, তামিম তো সারা জীবন থাকবে না। আমাদের রাব্বি (ইয়াসির আলী) বা শান্তর (নাজমুল হোসেন) মতো আরও ক্রিকেটারদের খুঁজে বের করতে হবে। অভিজ্ঞরা যখন খেলা শেষ করবে, তখন যেন নতুনরা ১৫-২০ টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন হয়ে ওঠে।’
শ্রীলঙ্কা সিরিজের আগে অবশ্য রান খরায় ভুগছিলেন মুশফিক। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির আগে মুশফিকের সর্বশেষ সেঞ্চুরি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে।
যদিও রান খরার সময়টায় মুশফিকের চেষ্টায় কোনো ত্রুটি দেখেননি ডমিঙ্গো। উল্টো মুশফিকের পরিশ্রমের প্রশংসা করেছে প্রধান কোচ, ‘অনুশীলনে আমার দেখা সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটার মুশফিক। ভালো করার অবিশ্বাস্য ইচ্ছা তার। অনেক ক্রিকেটার আছে, তাদের খারাপ সময়ে ভালোবাসা দিতে হয়। সে হয়তো কৌশল নিয়ে কিছু কাজ করেছে গত কয়েকটি ম্যাচে, যা তাকে সাহায্য করেছে। তবে সে জানে কীভাবে রান করতে হয়। খারাপ সময়ে ক্রিকেটারদের সমর্থন দেওয়াটাই আসল। কারণ, রান না পেলেই তাদের ছুড়ে বাদ দেওয়া সমাধান নয়। ধৈর্য ধরে তাদের সামর্থ্যে আস্থা রাখা জরুরি।’