‘জেন ম্যাকগ্রা’ দিবসে এসসিজিতে গোলাপি আভা

এক ফ্রেমে দুই পেসার হাসান মাহমুদ ও রুবেল হোসেন। মারনাস লাবুশেন ও তাঁর স্ত্রী-কন্যা। ওয়াসিম আকরামের রহস্যময় পোস্ট। অটোগ্রাফ দিচ্ছেন উইল ও’রুর্ক আর সিডনিতে অস্ট্রেলিয়া-ভারতের শেষ টেস্টের তৃতীয় দিনে ‘জেন ম্যাকগ্রা’ দিবস পালন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৯
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে এভাবেই অটোগ্রাফ দিতে দেখা যায় কিউই ক্রিকেটার উইল ও’রুর্ককে
এএফপি
২ / ৯
‘আমার মনে হয়, আমরা এখনো এক মাইল দূর থেকে তার নীল চোখকে চিহ্নিত করতে সক্ষম হব।’ এ ক্যাপশন স্ত্রী শানেইরা আকরামের ছবিটা পোস্ট করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম
ইনস্টাগ্রাম
৩ / ৯
তুষারে ঢেকে গেছে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের চারপাশ। শুরুতে এই মাঠে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ আয়োজন নিয়েও ছিল শঙ্কা। পরে অবশ্য সে শঙ্কা কাটিয়ে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ
রয়টার্স
৪ / ৯
এক ফ্রেমে দুই পেসার হাসান মাহমুদ ও রুবেল হোসেন। হাসানের সঙ্গে ছবিটা পোস্ট করে রুবেল লিখেছেন, ‘প্রিয় ছোট ভাই, রুবেল এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’ ঢাকায় রুবেলের মোটরসাইকেল বিক্রয়কেন্দ্রের নাম ‘রুবেল এক্সপ্রেস’
ইনস্টাগ্রাম
৫ / ৯
বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ শেষ হওয়ার পর এই ছবিটা পোস্ট করেছেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ক্যাপশনে শাস্ত্রী লিখেছেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে কাজ করা দুর্দান্ত একটি দল’
ইনস্টাগ্রাম
৬ / ৯
মারনাস লাবুশেন ও তাঁর স্ত্রী-কন্যার মুখে সাফল্যের হাসি। এ ছবির ক্যাপশনে লাবুশেন পাশে থাকার কৃতজ্ঞতা জানিয়েছেন স্ত্রী-কন্যাকে
ইনস্টাগ্রাম
৭ / ৯
ছবিটা পোস্ট দিয়েছেন প্যাট কামিন্সের সন্তানসম্ভবা স্ত্রী বেকি কামিন্স। ক্যাপশনে অস্ট্রেলিয়ার জয়ের আনন্দ আর কামিন্সকে নিয়ে নিজের গর্বের কথাই বলেছেন বেকি
ইনস্টাগ্রাম
৮ / ৯
‘জেন ম্যাকগ্রা’ দিবসে সিডনিতে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও
এএফপি
৯ / ৯
কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেন ম্যাকগ্রা মারা গিয়েছিলেন স্তন ক্যানসারে। স্ত্রীর স্মরণে স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে এবং তহবিল সংগ্রহের জন্য পরে ম্যাকগ্রা গঠন করেন দ্য ম্যাকগ্রা ফাউন্ডেশন। ২০০৯ সাল থেকে সিডনিতে হওয়া বছরের প্রথম টেস্টের তৃতীয় দিনটি পালন করা হয় ‘জেন ম্যাকগ্রা’ দিবস হিসেবে। সে ধারাবাহিকতায় আজ সিডনিতে অস্ট্রেলিয়া-ভারতের শেষ টেস্টের তৃতীয় দিনে পালন করা হয় দিবসটি। আজ দিবস পালন করতে এসে ভারতীয় পেসার যশপ্রীত বুমরার কাছ থেকে গোলাপি ক্যাপ পেয়েছেন ম্যাকগ্রা
এএফপি