আনচেলত্তি–ক্লপের বন্ধুত্বে লুকিয়ে ‘ই–সিগারেট’
কয়েক মৌসুম ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নিয়মিত মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ–লিভারপুল। ২০১৮ সালের ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। এরপর ২০২০–২১ মৌসুমে কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হারে লিভারপুল।
গত মৌসুমেও ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে আগের হারগুলোর প্রতিশোধ নিতে পারেনি লিভারপুল। সেবারও লিভারপুলকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। এবার অবশ্য শেষ ষোলোতেই মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট।
আজ রাতে প্রথম লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ নিয়ে উত্তেজনা থাকলেও দুই দলের কোচদের মধ্যে অবশ্য বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আছে। আর তাঁদের এই সম্পর্কে যোগসূত্র যেন একটি ই–সিগারেট!
চ্যাম্পিয়নস লিগে আজ রাতের ম্যাচসহ বিভিন্ন বিষয় নিয়ে স্কাই স্পোর্টস ইতালিয়াকে একটি সাক্ষাৎকার দেন আনচেলত্তি। যেখানে নিজের ও ক্লপের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন আনচেলত্তি। এ সময় ক্লপের বেশ প্রশংসাও করেন এই ইতালিয়ান কোচ, ‘আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। লিভারপুলে মহামারির সময় আমরা দেড় বছর একসঙ্গে এখানে কাটিয়েছি। আমরা একে অপরকে বার্তা বিনিময় করে কুশল জেনে নিতাম। সে যে আমাকে একটা উপহারও দিয়েছে, সেটা সত্য। সে খুবই আদুরে একজন মানুষ।’
এরপর ক্লপের কাছ থেকে কী উপহার পেয়েছেন, জানতে চাইলে আনচেলত্তির উত্তর, একটি ই–সিগারেট। আনচেলত্তির সিগারেটপ্রীতি অবশ্য কারও অজানা নয়। বিভিন্ন সময় তাঁকে সিগারেট হাতে দেখা গিয়েছিল। তাই ক্লপের কাছ থেকে ই–সিগারেট উপহার পাওয়া যে বিশেষ কিছু হবে, তা বলাই যায়।
এর আগে ক্লপও আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘কার্লো আমার দেখা সবচেয়ে নির্ভার কোচ। আমার দেখা দুর্দান্ত ও বিনয়ী এক মানুষ। দারুণ স্মার্ট এক মানুষ। তার খেলোয়াড়দের সামলানোর দক্ষতাও আমাদের চেয়ে অনেক ভিন্ন। আমি তাকে সম্মান করি এবং খুব পছন্দ করি।’