বিশ্বকাপ ট্রফি নিয়ে পাঁচতলা কূপের সিঁড়িতে রোহিত-কামিন্স

গত ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামছে আগামীকাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফাইনালের আগে দুই দলই ছিল শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে দুই অধিনায়কের ব্যস্ততার মধ্যে ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আর ট্রফি নিয়ে প্রথাগত ফটোসেশনও। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও হয়েছে মাঠে। বিশ্বকাপের আগের দিনের নানা ছবি—
১ / ৮
বিশ্বকাপ ট্রফি নিয়ে রোহিত শর্মা-প্যাট কামিন্সের ‘আইকনিক’ ছবির নেপথ্যের ছবি
ইনস্টাগ্রাম
২ / ৮
বিশ্বকাপ ফাইনালের আগে ও মাঝে আছে সাংস্কৃতিক পরিবেশনা। আজ সেটিরই মহড়া হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
এএফপি
৩ / ৮
বিশ্বকাপে শুরুর দিকে একাদশে না থাকলেও দলে ফিরে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপ ফাইনালে নামার আগে ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এই ভারতীয় পেসার
ইনস্টাগ্রাম
৪ / ৮
বিশ্বকাপজুড়ে পাকিস্তানের ‘এ স্পোর্টসে’ বিশ্লেষক হিসেবে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, কোচ ও নির্বাচক মিসবাহ–উল–হক। এই ছবিতে সেই অনুষ্ঠানেরই স্মৃতিচারণা
ইনস্টাগ্রাম
৫ / ৮
বিশ্বকাপ মাঠে বিশ্লেষক হিসেবে বেশ সরব দেখা যাচ্ছে ইরফান পাঠানকে। নিয়মিত মাঠের ছবি পোস্টও করেছেন। তবে ভাই ইউসুফ পাঠানের সঙ্গে তোলা ছবিটি দিয়ে মনে করিয়ে দিয়েছেন, ‘সবার ওপরে পরিবার।’
ইনস্টাগ্রাম
৬ / ৮
ফাইনালের আগে আহমেদাবাদের পিচ দেখতে গিয়ে মুঠোফোনে ছবি তুলে রাখলেন প্যাট কামিন্স
ইনস্টাগ্রাম
৭ / ৮
বিশ্বকাপ ফাইনাল ঘিরে গুজরাটে বেচাকেনা বেড়েছে ভারতীয় দলের জার্সি, ক্যাপের
এএফপি
৮ / ৮
ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই অধিনায়কের আনুষ্ঠানিক ছবি তোলাটাই বিশ্বকাপ ক্রিকেটের রীতি। আহমেদাবাদের উপকণ্ঠের ছোট শহর আদালাজের ঐতিহাসিক পাঁচতলা কূপের সিঁড়িতে দাঁড়িয়েই কাল সেই কাজটা সারলেন ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও প্যাট কামিন্স
আইসিসি