ছুটির দিনে তাসকিন, উগান্ডার জার্সি ‘শিকার’

জয় দিয়ে ইউরো শুরু করেছে জার্মানি ও সুইজারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের হৃদয়বিদারক হার। উইলিয়ামসনের কাছ থেকে জার্সি উপহার পেলেন মাসাবা। ইউরো ও বিশ্বকাপ ক্রিকেটের নানা মুহূর্তের ছবি।
১ / ৭
তাঁর নেতৃত্বে আরও একটি টুর্নামেন্ট খেলবে আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।
রয়টার্স
২ / ৭
দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়ে নেপালের ১ রানের হার। হারের দায়টা যার বেশি সেই গুলশান ঝা ম্যাচ শেষে এভাবেই বসে ছিলেন কিছুক্ষণ। তাঁকে সান্ত্বনা দিলেন সোম্পাল কামি।
আইসিসি
৩ / ৭
কেওয়াদও দুয়াহর প্রথম আন্তর্জাতিক গোলের অনুভূতি। ম্যাচের ১২ মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন সুইজারল্যান্ডের দুয়াহ।
এক্স
৪ / ৭
স্কটিশ এই সমর্থক যদিও ম্যাচ শেষে হাসিমুখে ফিরতে পারেনি। জার্মানির কাছে স্কটল্যান্ড হেরে গেছে ৫-১ গোলে।
রয়টার্স
৫ / ৭
স্ত্রীর সঙ্গে মাঠের বাইরে সময়টা ভালোই কাটাচ্ছেন তাসকিন আহমেদ।
ইনস্টাগ্রাম
৬ / ৭
দুর্দান্ত ছন্দে আছেন আনরিখ নর্কিয়া। মাঠের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নর্কিয়া।
ইনস্টাগ্রাম
৭ / ৭
উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবার জন্য কী দারুণ এক মুহূর্ত! কেইন উইলিয়ামসনের কাছ থেকে জার্সি নিচ্ছেন মাসাবা।
উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন