কানেরিয়াকে ইংল্যান্ডের পথ দেখাল পিসিবি
ফিক্সিংয়ের দায়ে দানিশ কানেরিয়া আজীবন নিষিদ্ধ হয়েছেন ২০১২ সালে। নিজের ভুল বুঝতে পারা পাকিস্তানি লেগ স্পিনার নিজেকে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রাখতে উন্মুখ।
ক্রিকেটে ফিরতে হলে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে হবে তাঁর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিলেন কানেরিয়া। পিসিবি অবশ্য এর জবাবে ইসিবির রাস্তা দেখিয়েছে ৩৯ বছর বয়সী লেগ স্পিনারকে।
কাল বিষয়টির আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পিসিবি। তারা বলেছে, কানেরিয়া যদি আবারও ক্লাব বা ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমোদন পেতে চান, তাঁকে যেতে হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে। নিষেধাজ্ঞা দিয়েছে ইসিবি। তাই পিসিবির কিছু করার নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে, 'ইসিবির দুর্নীতি বিরোধী ৬.৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে, দুর্নীতি দমন ট্রাইবুন্যাল একজন খেলোয়াড়কে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছে, ফলে তারাই শুধু ওই খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়ার বিষয়টা বিবেচনা করতে পারে। আপনাকে (কানেরিয়া) তাই ইসিবির দুর্নীতিবিরোধী নিয়ম অনুযায়ী তাদের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হলো।'
৬১ টেস্টে ২৬১ উইকেট নেওয়া কানেরিয়া ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে ২০১২ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। শুরুতে অপরাধের কথা স্বীকার না করলেও ২০১৮ সালের শেষের দিকে এক বিদেশি টেলিভিশনের কাছে দোষ স্বীকার করেন তিনি।