হঠাৎ বাফুফে ভবনে তাঁরা

স্ত্রী ও পুত্র সন্তান নিয়ে বাফুফে ভবনে হাজির মামুনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন তপু বর্মণ , সোহেল রানা , বিশ্বনাথ ঘোষ ও মোহাম্মাদ আব্দুল্লাহ। ছবি: শামসুল হক
স্ত্রী ও পুত্র সন্তান নিয়ে বাফুফে ভবনে হাজির মামুনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন তপু বর্মণ , সোহেল রানা , বিশ্বনাথ ঘোষ ও মোহাম্মাদ আব্দুল্লাহ। ছবি: শামসুল হক

করোনাভাইরাস কাল শুরু হওয়ার পর ঘরোয়া ও আন্তর্জাতিক সব ফুটবলই বন্ধ। ফলে ফুটবলারদের দেখা পাওয়ায় দুষ্কর। কিন্তু আজ দুপুরে হঠাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হাজির জাতীয় দলের পাঁচ ফুটবলার সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, মোহাম্মাদ আব্দুল্লাহ, সোহেল রানা, তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন তাঁরা।

করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ। ফুটবলারদের হতাশা পেয়ে বসাই স্বাভাবিক। তাই বাফুফে ভবনে সবার প্রতিনিধি হয়ে সভাপতির সঙ্গে দেখা করেছেন। তাঁরা মূলত দুটি বিষয়ে সভাপতির কাছে অনুরোধ করেছেন। পরবর্তী মৌসুমের সূচি যেন দ্রুত দেওয়া হয় এবং জাতীয় দলের ক্যাম্প তাড়াতাড়ি শুরু করা। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা প্রসঙ্গে তপু প্রথম আলোকে জানিয়েছেন, 'অনেক দিন ধরে খেলা বন্ধ। আমরা সালাউদ্দিন ভাইকে পরবর্তী মৌসুমের সূচি দেওয়ার অনুরোধ করেছি। এ ছাড়া আমরা যেহেতু অনেকদিন ধরে খেলা ও দলীয় অনুশীলনের বাইরে আছি, আমরা বলেছি জাতীয় দলের ক্যাম্পটা যেন দ্রুত শুরু করা হয়।'

খেলোয়াড়দের আশ্বাসও দিয়েছেন সালাউদ্দিন, 'করোনা সংকট কাটিয়ে কীভাবে খেলা, অনুশীলন শুরু করা যায়, এসব নিয়ে খেলোয়াড়দের ভাবনা শুনলাম। অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে স্বাস্থ্যবিধি মেনে যত দ্রুত সম্ভব ক্যাম্প শুরু করতে চাই। আর লিগের বিষয়টি নিয়ে বোর্ড সভায় আলোচনা করব।'

আজ জাতীয় দলের কোচ হিসেবে দুই বছরের জন্য নতুন চুক্তি করা হয়েছে জেমি ডের সঙ্গে। আগষ্টে ঢাকায় এসে ক্যাম্প শুরু করার কথা তাঁর।