লোভী ব্যবসায়ীদের ধিক্কার রুবেলের

করোনাভাইরাস নিয়ে শঙ্কিত রুবেল। ছবি : প্রথম আলো ফাইল ছবি
করোনাভাইরাস নিয়ে শঙ্কিত রুবেল। ছবি : প্রথম আলো ফাইল ছবি
>

করোনাভাইরাসকে উপলক্ষ করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন। আর এতেই চটেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে দেশ। করোনাভাইরাসে আক্রান্ত না হওয়ার উপায়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে পরিষ্কার রাখা। মানবসংস্পর্শ এড়িয়ে চলা। অন্যের হাঁচি-কাশি যেন নিজের গায়ে না লাগে সে দিকে নজর রাখা। আর সে কারণে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের মতো জিনিসের চাহিদা বেড়েছে অনেক বেশি। এমনকি নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ানোর ঝোঁক দেখা যাচ্ছে অনেক স্থানে। আর বাড়তি চাহিদার সুযোগ নিয়ে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করছেন কিছু অসাধু ব্যবসায়ী। আর এই ব্যাপারটা একদমই পছন্দ হচ্ছে না জাতীয় দলের পেসার রুবেল হোসেনের।

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা জ্বালাময়ী স্ট্যাটাস দিয়েছেন রুবেল। মোটাদাগে অন্যান্য জাতির সঙ্গে আমাদের জাতিগত পার্থক্যকে তুলে ধরেছেন রুবেল, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে (চীনে) এত বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা,আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!’

রুবেলের সেই স্ট্যাটাস। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
রুবেলের সেই স্ট্যাটাস। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

যে জাতি ১৯৭১ সালে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, এই নতুন শত্রুকে মোকাবিলা করার ক্ষেত্রে সেই ঐক্য কোথায় গেল, বুঝতে পারছেন না রুবেল, ‘শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?’ 

কোনো জীবাণু নয়, বরং এমন অসাধু ব্যবসায়ীরাই যে দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা নাম, সেটাই বলেছেন রুবেল, ‘মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’