অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের ক্রিকেট
এমনিতেই করোনা পরিস্থিতির কারণে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ঘরোয়া খেলাধুলা স্থগিত করে দিয়েছে সরকার। কিন্তু আজ বিসিবি দেশের ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্যই। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির অধীনে স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।
আজ বৃহস্পতিবার দুপুর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতির কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
বিসিবি সভাপতি জানিয়েছেন, এ মাসে তো নয়ই, এপ্রিলের ১৫ তারিখের আগে ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।’
উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। দুই দিন (এক রাউন্ড) খেলা অনুষ্ঠানের পর সরকারি ঘোষণায় এটি স্থগিত হয়ে যায়। বিসিবি সভাপতি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) প্রথম রাউন্ডের পরই আমরা এটা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অপেক্ষা করি। পরিস্থিতিটা পর্যবেক্ষণ করি। ওটা ছিল তাৎক্ষণিক সিদ্ধান্দ। আর এখন আমরা সবাই মিলে বসে আলোচনা করে যেটা সঠিক মনে হয়েছে সে সিদ্ধান্ত নিয়েছি।’