শিরোপাও জিততে পারে অনূর্ধ্ব-১৯ দল

নির্বাচক হাসিবুল মনে করেন বাংলাদেশের এবারের অনূর্ধ্ব-১৯ দলটা অনেক পরিণত। ফাইল ছবি
নির্বাচক হাসিবুল মনে করেন বাংলাদেশের এবারের অনূর্ধ্ব-১৯ দলটা অনেক পরিণত। ফাইল ছবি
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হবে স্নায়ুর। সে স্নায়ুর লড়াই জিতে গেলে সেমিফাইনালের পর ফাইনালও জিতবে অনূর্ধ্ব-১৯, এমনটাই মনে করেন যুবদলের নির্বাচক ও জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন।


দুই দিনের বিশ্রাম শেষে আবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। দুই দিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল। আকবর আলীদের মনোযোগ এখন ৬ ফেব্রুয়ারির ম্যাচে।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দলের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি যুবদলের নির্বাচকও। দক্ষিণ আফ্রিকা থেকে বড় ম্যাচের আগে দলের প্রস্তুতি সম্পর্কে প্রথম আলোকে তিনি জানিয়েছেন, ‘বড় ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবেই নিচ্ছে ছেলেরা। আশা করছি নিউজিল্যান্ডকে হারাবে ওরা।’

নক আউট ম্যাচে মূল লড়াইটা হয় স্নায়ুর। যে স্নায়ুর চাপ সামলাতে পারবে, সেই ভালো করবে। হাসিবুল মনে করেন, মানসিকভাবে শক্ত থাকলে আকবর আলীরা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে পারে। তিনি বলছিলেন, ‘খেলাটা হবে স্নায়ু চাপের। মানসিকভাবে শক্ত থাকতে পারলে সেমিফাইনাল কেন, ফাইনালও জিততে পারবে বাংলাদেশ।’

আকবর আলীদের নিয়ে জোর গলায় ভবিষ্যদ্বাণী করার পেছনে যুক্তিও আছে। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অন্যান্য দল থেকে বাংলাদেশকে পরিণত মনে করেন তিনি, ‘এই দলটা পরিণত। অন্যান্য অনূর্ধ্ব-১৯ দলের চেয়ে এগিয়ে। কোচরা যেই পরিকল্পনা দিচ্ছে, সেটা ওরা মাঠে পুরোপুরি প্রয়োগ করতে পারছে। এটা অন্যান্য বয়সভিত্তিক দলের ক্ষেত্রে দেখা যায় না। কী পরিকল্পনা দেওয়া হয়েছে, অনেকেই কিন্তু মাঠে গিয়ে ভুলে যায়। এরা ব্যতিক্রম। একই সঙ্গে দুই বছর ধরে কাজ করছে তো, ছেলেদের সঙ্গে কোচদের বোঝাপড়া ভালো।’

এই দলটার আরেক সুনাম, বিদেশের মাটিতে বেশ ভালো খেলে তাঁরা। গত জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে। শ্রীলঙ্কায় যুব এশিয়া কাপেও দাপট দেখিয়ে ফাইনাল খেলেছিল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে কিউইদের ৪-১ ব্যবধানে সিরিজে হারিয়েছে। দলের বিদেশে ভালো খেলার নিয়ে হাসিবুল বলছিলেন, ‘ওরা বিদেশে ভালো করায় অভ্যস্ত। ইংল্যান্ড, নিউজিল্যান্ড খেলেছে গত ৬-৭ মাসে, সেখানে ভালো করেছে। এখন দক্ষিণ আফ্রিকায় করছে।’