রিয়াল মাদ্রিদ অপরাজিত
>কোপা দেল রেতে রিয়াল জারাগোজার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন ভারানে, ভাসকেজ, ভিনসিয়ুয়াস জুনিয়র ও করিম বেনজেমা। এ জয়ে প্রতিযোগিতার শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে প্রতিপক্ষের মাঠে বেশ বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ।
আজকের ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্প্যানিশ জায়ান্টরা। ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বল জালে জড়ান ভারানে। এরপর বেশ কটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রিয়াল আক্রমণ ম্যাচের ৩২ মিনিটে ভুল করেনি। এবারও গোলের জোগানদাতা ক্রুস। রিয়ালে জার্মান এই তারকার পাস থেকে ব্যবধান বাড়ান লুকাস ভাসকেজ। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আরও পেয়ে বসে রিয়াল মাদ্রিদ। অতিথিদের একের পর এক আক্রমণ সামলাতে দিশেহারা রিয়াল জারাগোজা আরও ২ গোল হজম করে। ম্যাচের ৭২ তম মিনিটে হামেলস রদ্রিগেজের থ্রো-ইন থেকে পাওয়া বল জালে জড়ান ভিনিসিয়ুয়াস জুনিয়র।
প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন করিম বেনজেমা। ৭৯ মিনিটে কার্বাহালের কাছ থেকে বল পেয়ে গোল উৎসবের ইতি টানেন রিয়ালের ফরাসি এই ফরোয়ার্ড। এরপরের দশ মিনিটে রিয়াল আরও গোলের সুযোগ পেয়েছে। এর কিছু জারাগোজার রক্ষণে বাধা পেয়েছে কিংবা তাদের গোলরক্ষক নিজেদের রক্ষা করেছে। যদিও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ স্বাগতিকেরা হতাশার চাদর মুড়ি দিয়েই মাঠ ছাড়ে।