পাকিস্তান সফরের ভিসাপ্রক্রিয়া শুরু করেছে বিসিবি

বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলার ব্যাপারে এখনো আগ্রহী না হলে ভিসা প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিবি। এএফপি ফাইল ছবি
বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলার ব্যাপারে এখনো আগ্রহী না হলে ভিসা প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিবি। এএফপি ফাইল ছবি

যেকোনো দেশের ভিসাপ্রক্রিয়া সম্পন্ন করতে ক্রীড়া ফেডারেশন বা বোর্ডকে নিতে হয় সরকারি আদেশ বা জিও। পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিসিবি এরই মধ্যে খেলোয়াড়দের ভিসাপ্রক্রিয়া শুরু করে দিয়েছে।

ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবেই সরকারি আদেশে খেলোয়াড়দের স্বাক্ষর নিয়েছে বিসিবি, যেটি জমা দেওয়ার নিয়ম ক্রীড়া মন্ত্রণালয়ে। শোনা যাচ্ছিল দলের অনেক ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে অনাগ্রহী। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলছেন, ‘জিওতে স্বাক্ষর নেওয়ার সঙ্গে পাকিস্তানে যাওয়া-না যাওয়ার সম্পর্ক নেই। সব সফরের আগে ভিসার জন্য জিওতে স্বাক্ষর নিতে হয় ক্রিকেটারদের। এখানে সে প্রক্রিয়াটাই সম্পন্ন করা হয়েছে।’

কোনো সফরের আগে হাতে যথেষ্ট সময় রেখে সাধারণত ভিসার কাজটি সম্পন্ন করে থাকে বিসিবি। পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে সেটিই করছে ক্রিকেট বোর্ড।