ক্রিকেটের যে নিয়ম বদলে দিতে চান ওয়াহ
>ব্যাটিং দল লেগ বাই থেকে রান কেন পাবে, বুঝেই উঠতে পারেন না সাবেক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্ক ওয়াহ। পারলে ক্রিকেট থেকে এই নিয়মটা উঠিয়ে দিতেন তিনি, এমনটাই বলেছেন ওয়াহ যমজদের ছোটজন
ব্যাট বলে ঠেকলে রান হবে, যুগ যুগ ধরে ক্রিকেটের সরলতম নিয়ম এটাই। কিন্তু ব্যাট যদি বলেই না ঠেকে, তাহলে লেগ বাইয়ের নাম করে অতিরিক্ত রান কেন হবে, এটাই বুঝে উঠতে পারেন না মার্ক ওয়াহ। ক্রিকেট থেকে লেগ বাই নিয়মের নিষ্কৃতি চেয়েছেন তিনি।
বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলছিল মেলবোর্ন স্টারস আর সিডনি থান্ডার্স। সেখানেই সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে ধারাভাষ্য করতে গিয়ে এই কথা বলেন মার্ক, ‘আমার সামর্থ্য থাকলে আমি ক্রিকেট থেকে একটা নিয়ম বদলে দিতাম। কোনো লেগ বাই রানের দরকার নেই। লেগ বাইয়ের জন্য রান কেন দেবেন আপনি? আপনি একটা বলকে ব্যাটে লাগাতে পারেননি, বল ব্যাটে না লাগলে রান কীভাবে হয়?’
ভন যদিও গোটা ব্যাপারকে ক্রিকেটের অংশ বলে এড়িয়ে যেতে চেয়েছেন, ‘এটা আসলে ক্রিকেটের একটা অংশ হয়ে গিয়েছে।’ কিন্তু ভনের এই মতকে পাত্তা দেননি ওয়াহ, ‘আমি জানি এটা খেলার একটা অংশ। কিন্তু আমরা কি ক্রিকেটের উন্নয়নে নিয়ম পরিবর্তন করি না নাকি? ব্যাটে বল না লাগাতে পারলে রান কেন হবে? মূল নিয়মই তো এটা যে রান করতে হলে বলে ব্যাট লাগাতে হবে। আমার মনে হয় এই নিয়ম যিনি বানিয়েছিলেন তিনি উনিশ শতকের কোনো সাধারণ মানের ব্যাটসম্যান ছিলেন।’
পরে ভন অবশ্য ওয়াহকে পরামর্শ দিয়েছেন এমসিসির ক্রিকেট কমিটিতে যোগ দেওয়ার জন্য, ‘গত কয়েক বছরে ক্রিকেটে অনেক নতুন নতুন জিনিস দেখেছি। টি-টোয়েন্টি এসেছে, এক শ বলের ক্রিকেট শুরু হতে যাচ্ছে, পাঁচ দিনের টেস্ট চার দিনের করার কথাবার্তা চলছে। তবে আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে মার্কের প্রস্তাবটা। আমার মনে হয় এমসিসিতে তোমার (মার্ক ওয়াহ কে উদ্দেশ করে) থাকা উচিত। তোমার যেমন চিন্তাভাবনা, তুমি কমিটিতে বেশ ভালোই করতে পারবে। অন্তত বছরে দুবার লন্ডনে যেতে পারবে। লর্ডসের এমসিসির সুন্দর এক কক্ষে বসতে পারবে!’