এসএ গেমস থেকে সোনালি সুবাস আসছেই
>এসএ গেমসে আজ এ পর্যন্ত তিনটি সোনা জিতেছে বাংলাদেশ
নেপালে এসএ গেমস থেকে আজ সোনালি সুখবর আসছেই। মাবিয়া আক্তারের পর আজ ভারোত্তোলনে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দিয়েছেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। এর আগে আজ ভারোত্তলনেই ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন মাবিয়া।
স্বাগতিক নেপালের ভারোত্তোলক বিশাল সিংকে হারিয়ে সোনা জেতেন জিয়ারুল। স্ল্যাচে ১২০ কেজি ওজন তোলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৪২ কেজি। এরপর ফেন্সিংয়েও বাংলাদেশকে সোনার পদক এনে দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবরে ইভেন্টে সোনা জেতেন তিনি।
২০১০ সালে এসএ গেমসে ছেলেদের ভারোত্তোলনে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন হামিদুল। ছেলেদের হয়ে এ ইভেন্টে দ্বিতীয় সোনা জিতলেন জিয়ারুল। আজ এ পর্যন্ত তিনটি সোনা জিতেছে বাংলাদেশ। এবার এসএ গেমসে এ নিয়ে ৭টি সোনা জিতল বাংলাদেশ। এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও এনে দিয়েছেন দেশের ক্রীড়াবিদরা। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৭।
আরও পড়ুন :
সোনালি সুখবর এনে দিলেন মাবিয়া