বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি—২০২০ ইউরোয় একই গ্রুপে। গ্রুপ ‘এফ’ কে মৃত্যুকূপ বললেও তো কম বলা হয়! শনিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে হয়ে যাওয়া ড্র অবিশ্বাস্য এক গ্রুপ তৈরি করে দিল। জার্মানি, ফ্রান্স ও পর্তুগালের সঙ্গী হবে প্লে-অফের ‘এ’ অথবা ‘ডি’ পথ পেরিয়ে আসা কোনো দল। আগামী বছরের ১২ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি দেশে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে ২৪টি দল। ১২ জুন রোমে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে স্বাগতিক ইতালি ও তুরস্ক।
কোন গ্রুপে কোন দল
>
গ্রুপ ‘এ’ গ্রুপ ‘বি’ গ্রুপ ‘সি’ গ্রুপ ‘ডি’ গ্রুপ ‘ই’ গ্রুপ ‘এফ’ ইতালি বেলজিয়াম ইউক্রেন ইংল্যান্ড স্পেন জার্মানি সুইজারল্যান্ড রাশিয়া হল্যান্ড ক্রোয়েশিয়া পোল্যান্ড ফ্রান্স তুরস্ক ডেনমার্ক অস্ট্রিয়া চেক প্রজা. সুইডেন পর্তুগাল ওয়েলস ফিনল্যান্ড প্লে-অফ ‘এ/ডি’ প্লে-অফ ‘সি’ প্লে-অফ ‘বি’ প্লে-অফ ‘এ/ডি’