ফুরিয়ে যাননি, ইতিহাস গড়ে জানালেন রাজ্জাক

আবদুর রাজ্জাক। আজ রংপুরের বিপক্ষে অ্যাকশনে। ছবি: প্রথম আলো
আবদুর রাজ্জাক। আজ রংপুরের বিপক্ষে অ্যাকশনে। ছবি: প্রথম আলো
>

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেটের দেখা পেলেন স্পিনার আবদুর রাজ্জাক

চলতি জাতীয় লিগেই কক্সবাজারে ঢাকা-খুলনা ম্যাচ শেষে ক্ষণগণনা শুরু হয়েছিল। ছয় শ উইকেটের অসামান্য উচ্চতায় ওঠার সুবাস পাচ্ছিলেন স্বয়ং আবদুর রাজ্জাকও। কিন্তু পরের ম্যাচেই যে চূড়া ছুঁয়ে ফেলবেন, রাজ্জাক কি তা ঘুণাক্ষরেও জানতেন! এদিকে দেশের ক্রিকেটপ্রেমীরা কিন্তু ঠিকই জানেন, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারতে একজন অভিজ্ঞ স্পিনারের সংকট চলছে বাংলাদেশ দলে। তাইজুল থাকলেও রাজ্জাকের অভিজ্ঞতা ও বৈচিত্র্যকে তো ‘মিস’ করতেই পারে দল। রাজ্জাক নিজেও আজ অসামান্য এক মাইলফলক গড়ে জানিয়ে দিলেন, এখনো ফুরিয়ে যাননি।

জাতীয় লিগে আজ প্রথম স্তরের ম্যাচে শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা। আজ ম্যাচের প্রথম দিনেই মাইলফলকটি ছুঁয়ে ফেলেন রাজ্জাক। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবে নিলে অবশ্য প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলকটি গড়লেন এ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯৪ উইকেট নিয়ে ম্যাচটি খেলতে নেমেছিলেন রাজ্জাক।আজ তাঁর ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি রংপুরের ব্যাটসম্যানেরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ছয় শ উইকেটের দেখা পান রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেটে ২২২ রান নিয়ে ব্যাট করছিল রংপুর। মেহেদী মারুফ, নাসির হোসেন, আরিফুল হক, ধীমান ঘোষ ছাড়াও লেজের আরও দুজনকে তুলে নেন রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ডও রাজ্জাকের। গত বছর বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে এ মাইলফলকের দেখা পেয়েছিলেন রাজ্জাক।

জাতীয় দলের বাইরে থাকলেও গত চার-পাঁচ মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে রাজ্জাক ভীষণ ধারাবাহিক। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকই সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর সঙ্গে বিস্তর ব্যবধান নিয়ে দুইয়ে আরেক স্পিনার এনামুল হক জুনিয়র। ৪৭৭ উইকেট পেয়েছেন তিনি।

যেভাবে রাজ্জাকের ৬০০ উইকেট—
১০০ উইকেট: ২০০৪-০৫ মৌসুম
২০০ উইকেট: ২০১২-১৩ মৌসুম
৩০০ উইকেট: ২০১৩-১৪ মৌসুম
৪০০ উইকেট: ২০১৫-১৬ মৌসুম
৫০০ উইকেট: ২০১৭-১৮ মৌসুম
৬০০ উইকেট: ২০১৯-২০ মৌসুম