দক্ষিণ আফ্রিকান কোচকে কেমন লাগল বিসিবির
তিন ঘণ্টার সাক্ষাৎকার শেষে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয় থেকে বেরিয়েই সারি সারি ক্যামেরা-বুম আর অর্ধশতাধিক সাংবাদিক দেখে কি ভড়কে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো? বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী তাঁকে গাড়িতে উঠিয়ে দিতেই তিনি নিমেষে হাওয়া!
সাক্ষাৎকার দিতে এসে ডমিঙ্গো আর কী বলবেন? কিন্তু বিসিবির কেমন লাগল দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচের? ডমিঙ্গোর উপস্থাপনা বা প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, পরিচালকদের মধ্যে মাহবুব আনাম, জালাল ইউনুস, আকরাম খান, নাঈমুর রহমান ও ইসমাইল হায়দার মল্লিক।
প্রোটিয়া কোচের সাক্ষাৎকার শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘তিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন এ বিষয়ে তাঁর ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে তিনি কাজ করতে পারবেন, পারফরম্যান্স কেমন হবে; সবকিছু নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। বিসিবির জন্য এটা সন্তোষজনক ছিল।’ জালাল আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকা দলে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সব মিলিয়ে তিনি যোগ্য।’
ডমিঙ্গো দুই ভাবে তাঁর পরিকল্পনা তুলে ধরেছেন বিসিবির পরিচালকদের সামনে। একটি পরিকল্পনা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। আরেকটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে। তাঁর পরিকল্পনা ভালোই লেগেছে বলে জানালেন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত বিসিবির আরেক পরিচালক। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ হতে ডমিঙ্গোর কঠিন প্রতিদ্বন্দ্বিতাই করতে হবে। বিসিবির হাতে আরও দু-তিনজন প্রার্থী আছে, যাঁদের নামের ভার ডমিঙ্গোর চেয়ে কোনো অংশে কম নয়। ঈদের আগে তাঁদের সাক্ষাৎকারও হয়ে যেতে পারে। বাকিদের উপস্থাপনাও যদি ভালো হয়, বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে ডমিঙ্গোর পিছিয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে জানালেন ওই পরিচালক, ‘আমাদের হাতে অনেক বড় বড় নাম আছে। ডমিঙ্গো চূড়ান্ত, এটা বলার কোনো উপায় নেই। তবে হ্যাঁ, পেশাদার কোচ তো, উপস্থাপনা তিনি ভালো দেবেন এটাই স্বাভাবিক।’
বিসিবি চাইছে আগামী সপ্তাহের মধ্যেই কোচের বিষয়টি চূড়ান্ত করে ফেলতে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ এবং নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টোরিকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। বাকি শুধু প্রধান কোচ।