দলবদল: দিবালাকে চাইছে টটেনহাম
>ইউরোপীয় ফুটবলে চলছে দলবদল। ক্লাবগুলো নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য খেলোয়াড় কিনছে, অপ্রয়োজনীয় ঠেকলে বিক্রি করছে। জুনের শুরু থেকে দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর এর মধ্যেই অনেক খেলোয়াড় দলবদল করে ফেলেছেন। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই গ্রীষ্মে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু দলবদল সম্পর্কে!
আদৌ কি নেইমার বার্সেলোনায় আসবেন? গ্যারেথ বেল কি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকবেন? হামেস রদ্রিগেজ রিয়াল ছেড়ে কোথায় যাবেন? পল পগবা কি রিয়ালে আসবেন? লুকাকুকে কে নেবে?
এ রকম হাজারো প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের আর বেশি দিন বাকি নেই। প্রিমিয়ার লিগের দলবদল চলবে আগামী ৮ তারিখ পর্যন্ত, যেখানে স্প্যানিশ-ইতালিয়ান ও ফরাসি লিগগুলোর দলবদল থামবে আগামী মাসের ২ তারিখে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? কার কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই? আসুন একনজরে দেখে নেওয়া যাক!
যেসব দলবদল হয়ে গিয়েছে (গতকাল পর্যন্ত)
৬ আগস্টের দলবদল
লরাঁ কসিয়েলনি (আর্সেনাল থেকে বোর্দো, ৪.৬ মিলিয়ন পাউন্ড)
রুবেন আগুইলার (মঁপেলিয়ের থেকে মোনাকো, ৯ মিলিয়ন পাউন্ড)
ইউসুফ ইয়াজিকি (ত্রাবজোনস্পোর থেকে লিল, ১৫ মিলিয়ন পাউন্ড)
৫ আগস্টের দলবদল
হ্যারি ম্যাগুয়ার (লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৮০ মিলিয়ন পাউন্ড)
আদ্রিয়ান (ওয়েস্ট হাম থেকে লিভারপুল, ফ্রি)
মিলান বাদেল (লাজিও থেকে ফিওরেন্টিনা, ধার)
দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স থেকে মার্শেই, ১৪.৭ মিলিয়ন পাউন্ড)
গ্যারি ক্যাহিল (চেলসি থেকে ক্রিস্টাল প্যালেস, ফ্রি)
৪ আগস্টের দলবদল
জুনিয়র ফিরপো (রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ১৬.২ মিলিয়ন পাউন্ড)
সিমোন মিনিওলেত (লিভারপুল থেকে ক্লাব ব্রুজেস, ৮ মিলিয়ন পাউন্ড)
ইসমাইল বেনেসার (এম্পোলি থেকে এসি মিলান, ১৪.৪ মিলিয়ন পাউন্ড)
মইস কিন (জুভেন্টাস থেকে এভারটন, ২৯ মিলিয়ন পাউন্ড)
হুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সাও পাওলো, ফ্রি)
৪ আগস্টের আগের দলবদল
জ্যাঁ ফিলিপ গেব্যামিন (মেইঞ্জ থেকে এভারটন, ২২.৫ মিলিয়ন পাউন্ড)
জেট্রো উইলেমস (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে নিউক্যাসল ইউনাইটেড, ধার)
অ্যালান সেইন্ট ম্যাক্সিমিন (নিস থেকে নিউক্যাসল ইউনাইটেড, ১৬.৫ মিলিয়ন পাউন্ড)
মালকম (বার্সেলোনা থেকে জেনিত, ৩৬ মিলিয়ন পাউন্ড)
রাজ্জা নাইনগোলান (ইন্টার মিলান থেকে ক্যালিয়ারি, ধার)
দানি আলভেস (পিএসজি থেকে সাও পাওলো, ধার)
রাফায়েল লিয়াও (লিল থেকে এসি মিলান, ৩২ মিলিয়ন পাউন্ড)
নিকোলাস পেপে (লিল থেকে আর্সেনাল, ৭২ মিলিয়ন পাউন্ড)
আন্দ্রে শুরলা (বরুশিয়া ডর্টমুন্ড থেকে স্পার্তাক মস্কো)
কেভিন প্রিন্স বোয়াতেং (সাসসুয়োলো থেকে ফিওরেন্টিনা, শূন্য দশমিক ৮৯ মিলিয়ন পাউন্ড)
প্যাট্রিক কুত্রোনে (এসি মিলান থেকে উলভারহ্যাম্পটন, ১৬.২ মিলিয়ন পাউন্ড)
ইদ্রিসা গানা গেয়ে (এভারটন থেকে পিএসজি, ২৯ মিলিয়ন পাউন্ড)
গত মাসের দলবদল
ধার
বোরহা মায়োরাল (রিয়াল মাদ্রিদ থেকে লেভান্তে, ধার)
হেসুস ভায়েহো (রিয়াল মাদ্রিদ থেকে উলভারহ্যাম্পটন, ধার)
দানি সেবায়োস (রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ধার)
জর্ডান ভেরেতুত (ফিওরেন্টিনা থেকে রোমা, ধার)
মার্কো কুকুরেল্লা (বার্সেলোনা থেকে গেটাফে, ধার)
সার্জিও রেগুলিয়ন (রিয়াল মাদ্রিদ থেকে সেভিয়া, ধার)
জিয়ানলুকা মানচিনি (আটালান্টা থেকে রোমা, ধার)
নিকোলো বারেলা (ক্যালিয়ারি থেকে ইন্টার মিলান, ধার)
লুকা জিদান (রিয়াল মাদ্রিদ থেকে রেসিং সান্তানদার, ধার)
ফ্রি
সামির নাসরি (ওয়েস্ট হাম থেকে আন্ডারলেখট, ফ্রি)
অ্যান্ডার হেরেরা (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজি, ফ্রি)
জিয়ানলুইজি বুফন (পিএসজি থেকে জুভেন্টাস, ফ্রি)
হেক্টর হেরেরা (পোর্তো থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ফ্রি)
ডিয়েগো গডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মিলান, ফ্রি)
অ্যারন র্যামসি (আর্সেনাল থেকে জুভেন্টাস, ফ্রি)
আদ্রিয়েন রাবিওত (পিএসজি থেকে জুভেন্টাস, ফ্রি)
হোয়াও মিরান্ডা (ইন্টার মিলান থেকে জিয়ানসু সুনিং, ফ্রি)
জাভি সিমন্স (বার্সেলোনা থেকে পিএসজি, ফ্রি)
ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ফ্লামেঙ্গো, ফ্রি)
আলবার্তো মোরেনো (লিভারপুল থেকে ভিয়ারিয়াল, ফ্রি)
টমাস ভারমায়েলেন (বার্সেলোনা থেকে ভিসেল কোবে, ফ্রি)
৩০ মিলিয়ন পাউন্ড বা তার নিচে
কিয়েরান ট্রিপিয়ের (টটেনহাম থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ২০ মিলিয়ন পাউন্ড)
ফাবিয়ান ডেলফ (ম্যানচেস্টার সিটি থেকে এভারটন, ৮.৫ মিলিয়ন পাউন্ড)
ম্যাক্সি গোমেজ (সেল্টা ভিগো থেকে ভ্যালেন্সিয়া, ১৩ মিলিয়ন পাউন্ড)
আদেমোলা লুকমান (এভারটন থেকে আরবি লাইপজিগ, ২২.৫ মিলিয়ন পাউন্ড)
ভিনসেন্ট ইয়ানসেন (টটেনহাম থেকে মন্তেরে, ৬.৩ মিলিয়ন পাউন্ড)
ক্রিস্টোফার এনকুনকু (পিএসজি থেকে আরবি লাইপজিগ, ১১.৭ মিলিয়ন পাউন্ড)
মারিও হার্মোসো (এসপানিওল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ২২.৫ মিলিয়ন পাউন্ড)
এলয়িফ এলমাস (ফেনেরবাচে থেকে নাপোলি, ১৪.৪ মিলিয়ন পাউন্ড)
নাবিল ফেকির (লিওঁ থেকে রিয়াল বেতিস, ১৭.৮ মিলিয়ন পাউন্ড)
আমাদু দিয়াওয়ারা (নাপোলি থেকে রোমা, ১৮ মিলিয়ন পাউন্ড)
ক্রিস্টিয়ান রোমেরো (জেনোয়া থেকে জুভেন্টাস, ২২ মিলিয়ন পাউন্ড)
ফার্নান্দো রেজেস (গ্যালাতাসারাই থেকে সেভিয়া, ৪ মিলিয়ন পাউন্ড)
হোয়াকিম আন্ডারসেন (সাম্পদোরিয়া থেকে লিওঁ, ২১ মিলিয়ন পাউন্ড)
ডেনিস চেরিশেভ (ভিয়ারিয়াল থেকে ভ্যালেন্সিয়া, ৫.৪ মিলিয়ন পাউন্ড)
ইভান সাপোনয়িচ (পার্টিজান বেলগ্রেড থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৬.৭ মিলিয়ন পাউন্ড)
পাও লোপেজ (রিয়াল বেতিস থেকে রোমা, ২৩.৫ মিলিয়ন পাউন্ড)
রাদে ক্রুনিচ (এম্পোলি থেকে এসি মিলান, ৭.২ মিলিয়ন পাউন্ড)
মার্কো আরনটোভিচ (ওয়েস্ট হাম থেকে সাংহাই এসআইপিজি, ২২.৬ মিলিয়ন পাউন্ড)
রেনান লোদি (অ্যাটলেটিকো প্যারানায়েন্সে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ২২.৪ মিলিয়ন পাউন্ড)
থিও হার্নান্দেজ (রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ১৮ মিলিয়ন পাউন্ড)
মেরিহ দেমিরাল (সাসসুয়োলো থেকে জুভেন্টাস, ১৬.১ মিলিয়ন পাউন্ড)
আয়োজে পেরেজ (নিউক্যাসল ইউনাইটেড থেকে লেস্টার সিটি, ৩০ মিলিয়ন পাউন্ড)
অ্যাঞ্জেলিনো (পিএসভি থেকে ম্যানচেস্টার সিটি, ৫.৩ মিলিয়ন পাউন্ড)
ফেলিপে (পোর্তো থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ১৮ মিলিয়ন পাউন্ড)
গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (ইতুয়ানো থেকে আর্সেনাল, ৬ মিলিয়ন পাউন্ড)
পাবলো সারাবিয়া (সেভিয়া থেকে পিএসজি, ১৬.১ মিলিয়ন পাউন্ড)
ভ্যালেন্টিনো লাজারো (হার্থা বার্লিন থেকে ইন্টার মিলান, ১৯ মিলিয়ন পাউন্ড)
৩০ মিলিয়ন পাউন্ডের ওপরের দলবদল
উইলিয়াম সালিবা (সেইন্ট এতিয়েঁ থেকে আর্সেনাল, ২৭ মিলিয়ন পাউন্ড)
আবদু দিয়ালো (বরুশিয়া ডর্টমুন্ড থেকে পিএসজি, ২৯ মিলিয়ন পাউন্ড)
বেঞ্জামিন পাভার (স্টুটগার্ট থেকে বায়ার্ন, ৩১.৪ মিলিয়ন পাউন্ড)
কসটাস মানোলাস (রোমা থেকে নাপোলি, ৩২.২ মিলিয়ন পাউন্ড)
সেবাস্তিয়ান হলার (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ওয়েস্ট হাম, ৪০ মিলিয়ন পাউন্ড)
স্টেফান এল শারাউই (রোমা থেকে সাংহাই শেনহুয়া, ৪০ মিলিয়ন পাউন্ড)
জোয়েলিনটন (হফেনহেইম থেকে নিউক্যাসল, ৪০ মিলিয়ন পাউন্ড)
এডার মিলিতাও (পোর্তো থেকে রিয়াল মাদ্রিদ, ৪৪ মিলিয়ন পাউন্ড)
লুকা ইয়োভিচ (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে রিয়াল মাদ্রিদ, ৫৫ মিলিয়ন পাউন্ড)
ট্যাঙ্গয় এনদোম্বলে (লিওঁ থেকে টটেনহাম, ৫৫.৫ মিলিয়ন পাউন্ড)
ফ্রেঙ্কি ডি ইয়ং (আয়াক্স থেকে বার্সেলোনা, ৬৫.৩ মিলিয়ন পাউন্ড)
রদ্রি (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটি, ৬৩ মিলিয়ন পাউন্ড)
ম্যাথিস ডি লিট (আয়াক্স থেকে জুভেন্টাস, ৬৭.৮ মিলিয়ন পাউন্ড)
লুকাস হার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বায়ার্ন মিউনিখ, ৬৮ মিলিয়ন পাউন্ড)
এডেন হ্যাজার্ড (চেলসি থেকে রিয়াল মাদ্রিদ, ৯৮ মিলিয়ন পাউন্ড)
হোয়াও ফেলিক্স (বেনফিকা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ১১৩ মিলিয়ন পাউন্ড)
আঁতোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনা, ১১৪ মিলিয়ন পাউন্ড)
দলবদলের আগামী দিনগুলোয় যেসব খেলোয়াড় ক্লাব বদল করতে পারেন
জিওভান্নি লো চেলসো (রিয়াল বেতিস থেকে টটেনহাম)
পাওলো দিবালা (জুভেন্টাস থেকে টটেনহাম)
নেইমার (পিএসজি থেকে বার্সেলোনা)
পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ)
রোমালু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলান)
লিরয় সানে (ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখ)
ল্যাসে শোনে (আয়াক্স থেকে জেনোয়া)
আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এসি মিলান)
হোয়াও ক্যানসেলো (জুভেন্টাস থেকে ম্যানচেস্টার সিটি)
দানিলো (ম্যানচেস্টার সিটি থেকে জুভেন্টাস)
ডনি ফন ডে বিক (আয়াক্স থেকে রিয়াল মাদ্রিদ)
ব্রুনো ফার্নান্দেস (স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড/টটেনহাম)
মিকেল ওয়ারজাবাল (অ্যাথলেটিক বিলবাও থেকে ম্যানচেস্টার সিটি)
ফিলিপ কুতিনহো (বার্সেলোনা থেকে পিএসজি/টটেনহাম)
কিয়েরান টের্নি (সেল্টিক থেকে আর্সেনাল)
মারিও মানজুকিচ (জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড)
হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ থেকে নাপোলি/অ্যাটলেটিকো মাদ্রিদ/ম্যানচেস্টার ইউনাইটেড)
ড্যানিয়েলে রুগানি (জুভেন্টাস থেকে আর্সেনাল)
দায়োত উপামেকানো (আরবি লাইপজিগ থেকে আর্সেনাল)
যেসব খেলোয়াড়ের দলবদল হওয়ার কোনো সম্ভাবনা নেই
ফিলিপ কুতিনহো (বার্সেলোনা থেকে লিভারপুল)
ইসকো (রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটি)
স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড)
হাকিম জিয়েখ (আয়াক্স থেকে লিভারপুল/বায়ার্ন মিউনিখ)
সাদিও মানে (লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদ)
মোহাম্মদ সালাহ (লিভারপুল থেকে জুভেন্টাস)
ক্রিস্টিয়ান এরিকসেন (টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদ)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি থেকে রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ান স্টুয়ানি (জিরোনা থেকে বার্সেলোনা)
গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ থেকে ইন্টার মিলান/ম্যানচেস্টার ইউনাইটেড)
মেরিহ দেমিরাল (জুভেন্টাস থেকে এসি মিলান)
নিকোলো জানিওলো (এএস রোমা থেকে জুভেন্টাস)
উইলফ্রিয়েড জাহা (ক্রিস্টাল প্যালেস থেকে আর্সেনাল)