বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে এবার
>বিশ্বকাপের উদ্দেশ্যে আয়ারল্যান্ড থেকে আজই লন্ডনে পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে ৪ দিনের অনুশীলন ক্যাম্প করে ২৩ তারিখে কার্ডিফে রওনা হবে ক্রিকেটাররা।
প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জয়ের উৎসব চলছে এখনো। কিন্তু যাদের সুবাদে আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে ছড়িয়েছে উৎসবের রেণু, তাদের কি আর বসে থাকার সুযোগ আছে! প্রথম সিরিজ জয়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই নতুন মিশনে যাত্রা শুরু করেছেন সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানরা। এবার বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ রাঙানোর পালা। সে উদ্দেশ্যে আয়ারল্যান্ড থেকে আজই লন্ডনে পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে চার দিনের অনুশীলন ক্যাম্প করে ২৩ তারিখে কার্ডিফে রওনা হবে ক্রিকেটাররা।
পুরো দল অবশ্য লন্ডনে যায়নি। ব্যক্তিগত কারণে ঢাকার বিমান ধরেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই কার্ডিফে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে ২৩ মে। আর বিশ্বকাপের স্কোয়াডের বাইরের সদস্য তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, ইয়াসির আলি ও নাঈম হাসানরা ফিরে আসছেন দেশে।