লিটন দাসের সহজ ব্যাখ্যা, পারিনি তাই হেরেছি

>

প্রস্তুতি ম্যাচে ৮৮ রানে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড উলভস ৮ উইকেটে ৩০৭ রান করেছে। জবাবে ২১৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে লিটন কুমার দাস দিয়েছেন হারের ব্যাখ্যা।

মাঠ আর উইকেট বিচারে ৩০৮ রানের লক্ষ্যটা খুব বেশি কঠিন ছিল না বাংলাদেশের জন্য। লিটনও অকপটে স্বীকার করলেন সে কথা। বললেন, ‘উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০ (৩০৮) খুব বেশি রান ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরও ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।’

জিততে না পারলেও বাংলাদেশ দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান। 

লিটন দাস। ফাইল ছবি
লিটন দাস। ফাইল ছবি

বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিন ঠান্ডার সঙ্গে ঝরতে পারে বৃষ্টিও। কন্ডিশন কোনো সমস্যা হবে কি না? লিটন হেসে জবাব দিলেন, যদি ঠান্ডা থাকে বৃষ্টি হয় তাহলে ওভাবেই খেলতে হবে।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেটারদের পরিকল্পনা কী, সেটা জানা না গেলেও আপাতত নির্ভার থেকেই ভালো শুরু করতে চাইবে বাংলাদেশ—এটা নিশ্চিত।