আইপিএলে ১২টা বাজাবেন না!

মোহাম্মদ কাইফ। ছবি: এএফপি
মোহাম্মদ কাইফ। ছবি: এএফপি
আইপিএলের ম্যাচগুলো রাত ১২টার মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ মোহাম্মদ কাইফ


টি-টোয়েন্টি ম্যাচ সাধারণত সাড়ে তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আইপিএলে রাতের ম্যাচে তেমনটি দেখা যাচ্ছে না। রাত ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) শুরু হওয়া ম্যাচ শেষ হতে অন্তত ১২টা বেজে যাচ্ছে। কখনো রাত ১২টাও পেরিয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ মোহাম্মদ কাইফ এ নিয়ে ভীষণ বিরক্ত। শুধু তাই নয়, ফিল্ডিংয়ের সময় দলগুলো বদলি খেলোয়াড় নিয়মেরও অপব্যবহার করছে বলে মনে করেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান।

সৌরভ গাঙ্গুলির ‘টিম ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কাইফ। ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা কাইফ কাল সংবাদমাধ্যমকে বলেন, ‘সব ম্যাচই রাত (ভারতীয় সময়) ১২টায় শেষ হচ্ছে। ম্যাচগুলো যেন ঠিক সময়ের মধ্যে শেষ হয় আম্পায়ারদের তা নিশ্চিত করতে হবে। কোন ফিল্ডার কোন অবস্থানে থাকবে তা নিশ্চিত করতে খুব বেশি সময় নিচ্ছে দলগুলো।’

দলগুলোর বদলি খেলোয়াড় নিয়মের অপব্যবহার নিয়ে কাইফের মন্তব্য, ‘খেলোয়াড়েরা তাঁদের বোলিংয়ের কোটা শেষ করে মাঠের বাইরে চলে যাচ্ছে এবং বদলি হিসেবে ভালো ফিল্ডার নামানো হচ্ছে। এতে প্রচুর সময় নষ্ট হচ্ছে। পাঞ্জাব-দিল্লি ম্যাচে দেখলাম সরফরাজ খান ফিল্ডিংয়ের জন্য নামেনি। সে হাতে আঘাত পেয়েছিল, কিন্তু জানি না সেই আঘাত কতটা গুরুতর। নতুন ফিল্ডার এসে দুর্দান্ত এক ক্যাচ নিল। দলগুলো এভাবে দুর্বল ফিল্ডারদের তুলে ইচ্ছাকৃতভাবেই ভালো ফিল্ডারদের ব্যবহার করছে, এসব ব্যাপারে আম্পায়ারদের নজর থাকা দরকার।’

ম্যাচ চলাকালীন কৌশল নির্ধারণে দলীয় মিটিংয়েও প্রচুর সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ৩৮ বছর বয়সী কাইফ। এবার আইপিএলের ম্যাচগুলো শেষ হতে তুলনামূলক বেশি সময় লাগার বিষয়টি বেশ সমালোচিত হচ্ছে। বেশি সময় নেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা ও রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্কা রাহানে এর আগে জরিমানাও গুনেছেন।