কোপা আমেরিকায় যে জার্সি পরে খেলবেন মেসিরা

এই জার্সি পরেই কোপা আমেরিকা মাতাবেন মেসিরা। ছবি : টুইটার
এই জার্সি পরেই কোপা আমেরিকা মাতাবেন মেসিরা। ছবি : টুইটার

>

কোপা আমেরিকাতে মেসিরা কোন জার্সি পরে খেলবেন? গতকাল আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো সেটি। আর্জেন্টিনা ছাড়াও কাল উন্মোচিত হয়েছে কলম্বিয়ার জার্সি।

মাচেরানোর মতো সতীর্থরা কিছুদিন আগে জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন। কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনরাও শুনছেন শেষের ডাক, আগের মতো কেউই এখন আর আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ নন। এবারের কোপা আমেরিকার পর তারাও হয়তো চলে যাবেন অবসরে। বয়স হচ্ছে মেসিরও। আপাতদৃষ্টিতে তাই এবারের কোপা আমেরিকা হতে পারে জাতীয় দলের হয়ে মেসিদের শেষ টুর্নামেন্ট। সম্ভাব্য শেষ টুর্নামেন্টে কোন জার্সি পরে খেলবেন, গতকাল সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো।

আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির পৃষ্ঠপোষক অ্যাডিডাস সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বেশ কিছু ছবি পোস্ট করেছে। আর্জেন্টিনা ছাড়াও কলম্বিয়ার জার্সির পৃষ্ঠপোষকতা করছে অ্যাডিডাস। ফলে আনুষ্ঠানিকভাবে তাদের জার্সিও উন্মোচিত হয়েছে গতকাল।

নতুন জার্সিতে আকাশি-সাদা স্ট্রাইপের আধিক্য নেই। ছবি : টুইটার
নতুন জার্সিতে আকাশি-সাদা স্ট্রাইপের আধিক্য নেই। ছবি : টুইটার

মেসির পরা জার্সির ডিজাইনে বেশ কিছু বিষয় লক্ষণীয়। বহুদিন পর আর্জেন্টিনার জার্সিতে আকাশি-সাদা স্ট্রাইপের আধিক্য নেই। বরং আর্জেন্টিনার পতাকায় যেমন দুটো আকাশি স্ট্রাইপের মাঝে একটা সাদা স্ট্রাইপ রয়েছে, এবারের জার্সির সামনের দিকেও ওই তিনটি স্ট্রাইপই রেখে অ্যাডিডাস। আবার স্ট্রাইপগুলো সোজাও নয়। বরং একটু আঁকাবাঁকা। এই আঁকাবাঁকা দাগগুলোই অন্যান্য জার্সি থেকে আর্জেন্টিনার এই জার্সিকে দিয়েছে অভিনবত্ব। অভিনবত্ব পাওয়ার পাশাপাশি জার্সিটা অমরত্বও পেয়ে যেতে পারে, যদি অবশেষে এই জার্সি পরে মেসি-আগুয়েরোরা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারেন! গলা ও জার্সির হাতে গাঢ় নীল বর্ণের বর্ডার দেওয়া হয়েছে, বিশ্বকাপের জার্সিতে যে বর্ডারের রং ছিল সাদা।

জার্সি গায়ে হাস্যোজ্জ্বল দিবালা। ছবি : টুইটার
জার্সি গায়ে হাস্যোজ্জ্বল দিবালা। ছবি : টুইটার

মেসি ছাড়াও নতুন জার্সি পরে ফটোসেশন করে জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো দিবালা, রিয়াল বেটিসের সেন্ট্রাল মিডফিল্ডার জিওভান্নি ল চেলসো, ইন্টার মিলানের স্ট্রাইকার লওতারো মার্টিনেজ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যানহেল কোরেয়া।

দিবালা, মার্টিনেজ, কোরেয়া, ল চেলসো —আর্জেন্টিনার নতুন যুগের সারথি এরাই। ছবি : টুইটার
দিবালা, মার্টিনেজ, কোরেয়া, ল চেলসো —আর্জেন্টিনার নতুন যুগের সারথি এরাই। ছবি : টুইটার

কলম্বিয়ার জার্সি পরে মডেলিং করেছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার হামেস রদ্রিগেজ, মোনাকোর স্ট্রাইকার রাদামেল ফালকাও, নাপোলির গোলরক্ষক ডেভিড ওসপিনা, অ্যাটলেটিকো মাদ্রিদের রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস, জেনিতের মিডফিল্ডার উইলমার ব্যারিওস ও জুভেন্টাসের উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদো।

হামেস ছাড়াও আছেন ওসপিনা, ব্যারিওস, আরিয়াস ও কুয়াদ্রাদো। ছবি : টুইটার
হামেস ছাড়াও আছেন ওসপিনা, ব্যারিওস, আরিয়াস ও কুয়াদ্রাদো। ছবি : টুইটার

১৪ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা প্রথম মাঠে নামবে ১৫ তারিখে, কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার গ্রুপে কলম্বিয়া ছাড়াও রয়েছে প্যারাগুয়ে ও ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। এবার কোপা আমেরিকায় অন্য মহাদেশের দুটো দলকে আমন্ত্রণ দিয়ে আনা হচ্ছে। কাতার ছাড়াও আমন্ত্রিত আরেক দল হলো জাপান।