সাদমানকে ভালো লেগেছে তামিমের
রেকর্ডটা গতকালই গড়েছেন তারা দুজন। একদিকে তামিম ইকবাল, অন্যদিকে সাদমান ইসলাম। একজনের আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ হয়ে গেছে। আরেকজন আছেন প্রথম বছরেই। তামিমের এটা তৃতীয় নিউজিল্যান্ড সফর। আর সাদমানের আন্তর্জাতিক সফর বলতে এটাই প্রথম। তবু দুজনে মিলে যা করেছেন সেটা ইতিহাসে লেখা থাকবে।
মাত্র এক টেস্ট খেলার অভিজ্ঞতা নুইয়ে নিউজিল্যান্ড গিয়েছেন সাদমান। নতুন ক্রিকেটারের জন্য বেশ কঠিন এক সফর। দুই টেস্টের চার ইনিংসে এখনো ফিফটির দেখা নেই। কিন্তু ব্যক্তিগত অর্জনই তো সবকিছু নয়। আজ অপর প্রান্তে তামিম ইকবাল শুরুতে আউট হয়েছেন বলেই হলো না, না হলে সাদমান তো সেটাই করছিলেন যেটা একজন উদ্বোধনী ব্যাটসম্যানের কাছে অনেক দিন ধরেই চাচ্ছে বাংলাদেশ। এবার হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসে দুই ওপেনার মিলে এনে দিয়েছেন ৫৭ ও ৮৮ রান। ওয়েলিংটনেও প্রথম ইনিংসে ৭৫ রান এনে দিয়েছে এই জুটি। নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী দলের টানা তিন ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান! এমন কিছু যে ২০০০ সালের পর থেকেই দেখা যায়নি। সাদমান-তামিমের আগে নিউজিল্যান্ডের মাটিতে টানা তিন ইনিংসে সফরকারী দলের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিলেন হার্শেল গিবস ও গ্যারি কারস্টেন।
আজও মুহূর্তের জন্য ধৈর্য না হারালে সাদমানের ইনিংসটা ২৯ রানের অনেক বেশিই হতে পারত। কিন্তু যেটা করেছেন তাতেই মুগ্ধ করতে পেরেছেন অভিজ্ঞ ওপেনিং সঙ্গীকে। সাদমানের প্রশংসায় তাই বেশ উদার শোনাল তামিমকে, ‘সাদমানের ব্যাটিং আমার কাছে ভালো লেগেছে। দুর্ভাগ্য যে ২০-২৫ রানে (২৭ থেকে ৩৭) আউট হয়ে যাচ্ছে। চারটা ইনিংস দেখে মনে হয়েছে অনেক কম্প্যাক্ট। তবে সে এমন জায়গায় খেলছে, এখানে ভালো করা সহজ নয়। আমরা যারা ১০-১২ বছর ধরে খেলছি। নিউজিল্যান্ডে এটা আমার তৃতীয় সফর। একটু হলেও জানি এখানে কী করণীয়। ও সেখানে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছে। ও এখানে যে নিঁখুত ব্যাটিং করছে, এটা ইতিবাচক দিক। এখন যে ভুল করছে, আশা করি সামনে সেটি সে করবে না।’
ওয়েলিংটনের উইকেট ও কন্ডিশন বিবেচনা করলে সাদমানের এ ইনিংসকে ভালো নম্বরই দিতে হচ্ছে। কিন্তু এমন উইকেটেও বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স আশাহত করেছে। মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়েও মাত্র ৮৫ ওভারেই ৪৩২ রান তুলে ফেলেছে নিউজিল্যান্ড। এ কারণেই দ্বিতীয় ইনিংসটা বাংলাদেশকে শুরু করতে হয়েছে ইনিংস হারের ভয়ের মাঝ দিয়ে। তামিম অবশ্য চেষ্টা করেছেন তিন পেসারকে আগলে রাখার, ‘কিছু ওভার খুবই ভালো করেছে। কিছু ওভারে ভালো করতে পারেনি। এটা ধারাবাহিক হবে অভিজ্ঞতার সঙ্গে। এ তিনজনই একেবারে নতুন। যাদের সঙ্গে খেলছি তাদের ২৫০ করে উইকেট আছে। এখান থেকে ওরা শিখুক। এখান থেকে শিখে যদি ভালো করতে পারে সেটা আমাদের জন্য ভালো হবে।’