মিরাজই রাজশাহী কিংসের অধিনায়ক
>আগামী পরশু থেকে বিপিএল শুরু হলেও এত দিন অধিনায়কের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি রাজশাহী কিংস কর্তৃপক্ষ। আজ জানা গেল, এই মৌসুমে রাজশাহী কিংসের অধিনায়কত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে।
দলে দেশীয় তারকাদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মমিনুল হক। বিদেশি তারকাদের মধ্যে দলে আনা হয়েছে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও সেকুগে প্রসন্নেসহ বেশ কিছু ক্রিকেটারকে। তবে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকেই।
মিরাজ যে নেতৃত্ব প্রদানে একদমই আনকোরা তা কিন্তু নন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই বেশ নাম কামিয়েছিলেন তিনি। দেশের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বেশ কয়েক বছর ধরেই মিরাজকে তৈরি করা হচ্ছে। আসন্ন বিপিএলে রাজশাহী কিংসের মতো এক ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়াটা মিরাজের উন্নতির পক্ষে অনেক সহায়ক হবে, এমনটাই মনে করা হচ্ছে। দলের সহ অধিনায়ক করা হয়েছে সৌম্য সরকারকে।
দলের কোচ হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। ক্লুজনার-মিরাজ জুটি এই মৌসুমে রাজশাহীকে কী এনে দেয়, দেখার বিষয় সেটাই।