বাংলাদেশের পাঁচ 'ম'তে মুগ্ধ শেবাগ
>বাংলাদেশের পাঁচ ‘ম’-তে মুগ্ধ বীরেন্দর শেবাগ। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত অন্য দুই সাবেক ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণ আর মোহাম্মদ কাইফ।
পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল উঠে গেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাটে-বলে বাংলাদেশের পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়েছে চারদিকে। সাবেক ভারতীয় ক্রিকেটারা দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ এই জয়ে। ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, বীরেন্দর শেবাগ ও মোহাম্মদ কাইফরা প্রশংসা করেছেন বাংলাদেশের লড়াকু মানসিকতার।
এক টুইট বার্তায় সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো দুই গুরুত্বপূর্ণ তারকা ছাড়াই বাংলাদেশের এমন পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘সাকিব ও তামিমকে ছাড়াই বাংলাদেশ আজ যেভাবে খেলেছে, তাতে এই দলের মানসিক শক্তিরই প্রতিফলন ঘটেছে। এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশকে অভিনন্দন।’
বীরেন্দর শেবাগ তাঁর টুইটে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পাঁচ ‘ম’কে। ‘মুশফিক’, ‘মিঠুন’, ‘মোস্তাফিজ’, ‘মাহমুদউল্লাহ’ আর ‘মেহেদী’—‘ম’ আদ্যক্ষরের এই পাঁচ ক্রিকেটারের পারফরম্যান্সের কথা আলাদা করেই উল্লেখ করেছেন তিনি, ‘বাংলাদেশ জিতেছে পাঁচ “ম” “মুশফিক”, “মিঠুন”, “মোস্তাফিজ”, “মাহমুদউল্লাহ” আর “মেহেদী”–র দুর্দান্ত পারফরম্যান্সে। তাঁদের অভিনন্দন।’
শেবাগ আরও আরও লিখেছেন, ‘ক্রিকেটে এখন আন্ডারডগ বলে কিছু নেই। ক্রিকেটপ্রেমীরা যেটি চায়, সেটিই যে হবে এমন কোনো কথা নেই। অনেকেই তো এশিয়া কাপের ফাইনালটা ভারত ও পাকিস্তানের মধ্যে হোক—এটা চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ নিজেদের দিনে এক অর্থে দুর্দান্তই।’
মোহাম্মদ কাইফ দারুণ খুশি বাংলাদেশের দলগত পারফরম্যান্সে, ‘দলগতভাবে দারুণ খেলেই এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। জিততেই হবে—এমন দুটি ম্যাচে বাংলাদেশ অসম্ভব মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।’