কামিন্সের দেশে ফেরা, স্কালোনির ইঙ্গিতপূর্ণ ছবি

বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। মারাকানায় ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ শেষে লিওনেল স্কালোনি তুলেছেন ‘ইঙ্গিতপূর্ণ’ ছবি। এ দিকে বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সব খেলোয়াড়। কার্লোস আলকারাজ গিয়েছিলেন বিশ্বখ্যাত ঘড়ির ব্র্যান্ডের কার্যালয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
বিশ্বকাপ শেষে মায়ের কাছে মোহাম্মদ শামি
ইনস্টাগ্রাম
২ / ৭
টেস্ট সিরিজ খেলতে দুই ভাগে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার রাতে দ্বিতীয় ভাগের হয়ে ঢাকায় পা রাখেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেলরা। ছবিটি পোস্ট করে তাঁদের ‘টাচডাউন ইন বাংলাদেশ’–এর খবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)
ইনস্টাগ্রাম
৩ / ৭
জেনেভায় বিশ্বখ্যাত ঘড়ির ব্র্যান্ড রোলেক্সের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন কার্লোস আলকারাজ। জেনেছেন একটি ঘড়ি গ্রাহকের হাতে ওঠার আগের নানা খুঁটিনাটি। টেনিসের নতুন তারকা যে খুব আগ্রহ নিয়েই রোলেক্সের ধারণা নিয়েছেন, তা তো ছবিতেই বোঝা যাচ্ছে
ইনস্টাগ্রাম
৪ / ৭
কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবারের সঙ্গে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবিটি অবশ্য সাত বছর আগের। ২০১৬ সালের নভেম্বরে বার্সেলোনার অনুশীলন মাঠে গিয়েছিলেন বিবার। সেই ছবিই এত দিন বার্সেলোনার পেজ থেকে পোস্ট করা হয়েছে। উপলক্ষ আন্তর্জাতিক সংগীত দিবস
ইনস্টাগ্রাম
৫ / ৭
মুঠোফোনে গভীর মনোযোগে কী দেখছিলেন ভিক্তর ওশিমেন, যা আবার সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার?
ইনস্টাগ্রাম
৬ / ৭
মারাকানায় ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ শেষে শূন্য গ্যালারির সামনে কোচিং স্টাফদের নিয়ে লিওনেল স্কালোনির গ্রুপ ছবি, যিনি ম্যাচ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অনেকের কৌতূহল, এই ‘বিদায়’ বোঝাতে ছবিটি ব্যবহার করেছেন কি না
ইনস্টাগ্রাম
৭ / ৭
ভারত থেকে বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়ায় ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়ার নতুন বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে সেলফি এক খুদে ভক্তের
ইনস্টাগ্রাম