ছবির গল্পে রাওয়ালপিন্ডিতে হাসান–নাহিদ রানাদের দাপুটে দিন

আগা সালমানের অস্বস্তি। অসহায় আত্মসমর্পণ বাবর আজমের। হাসান মাহমুদের উচ্ছ্বাস। নাহিদ রানার গতির ঝড় আর বৃষ্টির বাধা। ছবিতে ছবিতে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন।
১ / ৭
উইকেট ঢাকতে ছুটছেন মাঠকর্মীরা। প্রকৃতিই যেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ
এএফপি
২ / ৭
জাকির হাসানের ব্যাটে চতুর্থ দিনেই জয় দেখছিল বাংলাদেশ। বৃষ্টিবাধায় খেলা থামার আগে করেছেন ২৩ বলে ৩১ রান
এএফপি
৩ / ৭
আগা সালমানের এ ছবিই যেন পাকিস্তানের ব্যাটসম্যানদের দুর্দশার প্রতিচ্ছবি। আজ বাংলাদেশের পেসারের সামনে দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ করেছেন বাবর–রিজওয়ানরা
এএফপি
৪ / ৭
সবার দৃষ্টি তখন থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের দিকে। সিদ্ধান্ত পক্ষে এলে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান মির হামজাকে ফিরিয়ে উদ্‌যাপনে মাতেন বাংলাদেশের খেলোয়াড়েরা
এএফপি
৫ / ৭
আউট হওয়ার পর এভাবেই ব্যাট উঁচিয়ে বেরিয়ে যান বাবর আজম। তাঁর ব্যাট কথা বলছে না অনেক দিন। আজ আউট হয়েছেন ১১ রান করে
এএফপি
৬ / ৭
উইকেট পাওয়ার পর হাসান মাহমুদের উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে, দিনটা ছিল এই পেসারের, নিয়েছেন ৫ উইকেট
পিসিবি
৭ / ৭
পাকিস্তানের সাবেক গতি তারকা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েব আখতারের কারণে বিশেষভাবে পরিচিত রাওয়ালপিন্ডি। আজ সেই পিন্ডিতে গতির ঝড় তুলেছেন বাংলাদেশের নাহিদ রানা
এএফপি