২২ বছর পর ইপসউইচের ফেরার সাক্ষী এড শিরান

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের দিনে হেরেছে এড শিরানের দল ইপসউইচ টাউন। জিমে ঘাম ঝরাতে ব্যস্ত ফেরার লড়াইয়ে থাকা নেইমার। ক্রীড়াঙ্গনে আজ ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
১ / ৯
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশেষ ক্যাম্প। সেখানে আজ আলাদাভাবে নজর কেড়েছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্রিকেটার অনিক দেব বর্মণ (মাঝে)
২ / ৯
আগামীকাল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় অভিষেক হতে পারে কিলিয়ান এমবাপ্পের। সেই ম্যাচ সামনে রেখে আজ রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে অনুশীলন করেছেন এমবাপ্পে। তাঁর সঙ্গে বল দেওয়া-নেওয়া করছেন লুকা মদরিচ। সেদিকে তাকিয়ে রদ্রিগো
এএফপি
৩ / ৯
ফুটবলে ফেরার লড়াইয়ে থাকা নেইমার নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন। ছবিটি পোস্ট করে আল হিলালের ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘এটা সহজ নয়’
ইনস্টাগ্রাম
৪ / ৯
সেনেগালে ঘুরে বেড়াচ্ছেন কিংবদন্তি রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন
ইনস্টাগ্রাম
৫ / ৯
রয়্যাল থিম্পু কলেজ ক্লাবের হয়ে খেলতে ভুটানে গেছেন সাবিনা খাতুন। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের সময় যে দারুণ কাটছে, তা এই ছবিতেই স্পষ্ট
ইনস্টাগ্রাম
৬ / ৯
কত দিন পর দেখা! পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে পিসিবির নির্বাচক মোহাম্মদ ইউসুফের সঙ্গে কুশল বিনিময় মুশফিকুর রহিমের। আজ ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনের ফাঁকে
পিসিবি
৭ / ৯
জিমে ঘাম ঝরানোর ফাঁকে সেলফি তুলতে ইচ্ছা হলো পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের
ইনস্টাগ্রাম
৮ / ৯
৩০০১৪—ইপসউইচ টাউনের মাঠ পোর্টম্যান রোডে দর্শক উপস্থিতির সংখ্যা। আজ এ মাঠেই লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে ইপসউইচ
এএফপি
৯ / ৯
ইপসউইচ টাউনের মালিকানার একাংশ কিনেছেন বিখ্যাত ব্রিটিশ সংগীত শিল্পী এড শিরান। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের দিনে গ্যালারিতে বসে খেলা দেখেছেন শিরান। তবে তাঁর দল লিভারপুলের কাছে ২–০ গোলে হেরে গেছে
এএফপি