কার্লসেন না ১৮ বছরের প্রজ্ঞানন্দ, দাবার বিশ্বকাপ জিতবেন কে
এক পাশে ম্যাগনাস কার্লসেন। দাবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। ফিদে র্যাঙ্কিংয়ে ১ নম্বর খেলোয়াড়ও এই নরওয়েজীয়। বোর্ডের অন্য পাশে প্রজ্ঞানন্দ নামের ১৮ বছর বয়সী এক ভারতীয় তরুণ। ফিদে র্যাঙ্কিংয়ে যাঁর অবস্থান ২৩।
আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্বকাপ দাবার ফাইনালে চ্যাম্পিয়ন হতে লড়ছেন কার্লসেন ও প্রজ্ঞানন্দ। ফাইনালটা ছিল দুই রাউন্ডের ক্ল্যাসিক্যাল দাবার। পরশু ও গতকাল সেই দুই রাউন্ডেই ড্র করেছেন দুজন। তাতে আজ তৃতীয় দিনে গড়িয়েছে শিরোপা লড়াই। আজ টাইব্রেকার রাউন্ড শেষেই চ্যাম্পিয়নকে পেয়ে যাবে বিশ্ব দাবা। তবে কার্লসেন কিংবা প্রজ্ঞানন্দ—যাঁর হাতেই চ্যাম্পিয়নের ট্রফি উঠুক না কেন, তাঁকে কিন্তু দাবার বিশ্ব চ্যাম্পিয়ন বলা যাবে না। যে তকমাটা বরাদ্দ ডিং লিরেনের জন্য। কার্লসেন-প্রজ্ঞানন্দরা পাবেন বিশ্বকাপ চ্যাম্পিয়নের খেতাব ও ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর জন্য যে ক্যান্ডিডেট টুর্নামেন্ট হবে, সেখানে অংশগ্রহণের সুযোগ।
অবশ্য ম্যাগনাস কার্লসেন স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন দাবার সিংহাসন। এবারও জানিয়ে দিয়েছেন ক্যান্ডিডেট টুর্নামেন্টে লড়ার কোনো ইচ্ছা তাঁর নেই। ইয়ান নেপোমনিয়াচিচিকে হারিয়ে তাঁর ছেড়ে যাওয়া মুকুটই মাথায় তুলেছেন লিরেন।
১৮ বছর বয়সী প্রজ্ঞানন্দের সুযোগ বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপ চলার সময়েই ১৮তম জন্মদিন পালন করা প্রজ্ঞানন্দ যে একদিন দাবায় নাম কিনবেন, সেটি প্রমাণ ছেলেবেলাতেই দিয়েছেন। চেন্নাইয়ের ছেলে ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সেই ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) হয়ে রেকর্ড গড়েছিলেন। দাবার ইতিহাসে প্রজ্ঞাই সবচেয়ে কম বয়সে আইএম হয়েছে।
আজ কার্লসেনকে হারাতে পারলে বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে ১ লাখ ১০ মার্কিন ডলারের প্রাইজমানি পকেটে তোলার সুযোগ প্রজ্ঞানন্দের।
আজ দুটি র্যাপিড গেম দিয়ে শুরু হবে টাইব্রেকার। প্রতি খেলোয়াড় ২৫ মিনিট করে সময় পাবেন ম্যাচ শেষ করতে। সঙ্গে প্রতিটি চালের জন্য ১০ সেকেন্ডের ইনক্রিমেন্ট পাবেন তাঁরা। র্যাপিড দাবা শেষেও চ্যাম্পিয়নকে পাওয়া না গেলে দ্বিতীয় ধাপে গড়াবে টাইব্রেকার রাউন্ড।
দ্বিতীয় রাউন্ডেও দুটি র্যাপিড গেম। তবে এবার ১০ মিনিট করে সময় পাবেন প্রতিযোগীরা। সঙ্গে ১০ সেকেন্ডের ইনক্রিমেন্ট। এখানে সমতা থাকলে সাডেন ডেথে ব্লিৎজ গেম খেলবেন কার্লসেন ও প্রজ্ঞা। ব্লিৎজ দাবায় ৫ মিনিট করে সময় পাবেন তাঁরা। প্রতি চালের জন্য আরও ৩ সেকেন্ড করে সময় পাবেন প্রতিযোগীরা। ব্লিৎজ গেমে যিনি প্রথম জিতবেন, তাঁর হাতেই উঠবে চ্যাম্পিয়নের ট্রফি।