হামজার গায়ে লাল–সবুজ আর লিটন–তাসকিন আনন্দ–ভ্রমণ

হামজা চৌধুরী এখন সত্যিই বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের নন্দনে লিটন–তাসকিন–মিরাজদের অবগাহন। অন্য রূপে দেখা দিলেন ইয়ুর্গেন ক্লপ আর সব ভালোর খবর দিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
‘সব ভালো’—জিয়ানলুইজি দোন্নারুম্মার কাছ থেকে এই খবরটি শোনার অপেক্ষায় ছিল সবাই। গতকাল রাতে খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের বুটের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দোন্নারুম্মার মুখ। বীভৎস সেই দৃশ্যের পর সব ঠিকঠাক থাকার খবরটা ইতালিয়ান এই গোলরক্ষক নিজেই দিয়েছেন
ইনস্টাগ্রাম
২ / ৮
খাওয়াদাওয়া ছাড়া ভ্রমণ–আনন্দ কি আর পূর্ণতা পায়! ঘুরতে গিয়ে এভাবেই একসঙ্গে বসে খেতে দেখা গেল ক্রিকেটারদের। ছবিটি পোস্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ম্যানেজার নাফীস ইকবাল
ইনস্টাগ্রাম
৩ / ৮
ফুটবল থেকে সাময়িক বিরতির সময়টা যে ইয়ুর্গেন ক্লপের দারুণ কাটছে তা এ ছবিতেই স্পষ্ট। বরফে স্কিয়িং করার সময় এই ছবিটি তুলেছেন সাবেক এই লিভারপুল কোচ। ক্যাপশনে লিখেছেন, ‘অবিশ্বাস্য দৃশ্যাবলি আর অসাধারণ সময়’
ইনস্টাগ্রাম
৪ / ৮
সেন্ট কিটসের স্যার থিমোথি হিলের অনিন্দ্য সৌন্দর্য পেছনে রেখে পোজ দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস
ইনস্টাগ্রাম
৫ / ৮
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের চার পাণ্ডব এক ফ্রেমে। ভিনিসিয়ুস, রদ্রিগো এবং জুড বেলিংহামের সঙ্গে নিজের এই ছবিটা পোস্ট করেছেন এমবাপ্পে নিজেই
ইনস্টাগ্রাম
৬ / ৮
সমুদ্রতীরে গিয়েও ক্রিকেটকে ভুলতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ক্যাপশনে লিখেছেন, ‘দ্বীপের পিচ আর সমুদ্রের বাউন্ডারি’
ইনস্টাগ্রাম
৭ / ৮
এ যেন বাংলাদেশ ক্রিকেটের ‘ওরা সাতজন’। এক ফ্রেমে থাকা সাত ক্রিকেটারের ছবিটা পোস্ট করে তাসকিন আহমেদ ক্যাপশনে লিখেছেন, ‘বয়েজ’
ইনস্টাগ্রাম
৮ / ৮
ফিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। এই ছবি পোস্ট করে তাঁর ক্লাব লেস্টার সিটি লিখেছে, ‘হামজা চৌধুরী আজ বাংলাদেশের প্রতি নিজের আনুগত্য বদলে নিয়েছেন।’
ইনস্টাগ্রাম