ব্যাটে রান নেই তবু অমলিন কোহলির মুখের হাসি আর ছবির চেয়েও সুন্দর কুইন্সটাউন

কোহলির মুখে হাসি। স্ত্রীর সঙ্গে তামিম ইকবাল। রাফায়েল নাদালকে স্মৃতি মান্ধানার শ্রদ্ধা। কুইন্সটাউনে ছবির চেয়েও সুন্দর এক দৃশ্য আর অ্যামব্রোস-ওয়ালশের মাঝে আতহার। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ১০
অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে এসে তাদের হয়তো যুব এশিয়া কাপ জয়ের মন্ত্র শিখিয়ে দিচ্ছেন পূর্বসূরি তামিম ইকবাল। ২৯ নভেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
শামসুল হক
২ / ১০
ক্রিকেটের মঞ্চে দুই চিত্রনায়ক আমিন খান ও সিয়াম আহমেদের খুনসুটি। আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এনসিএল টি–টোয়েন্টি টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা
শামসুল হক
৩ / ১০
প্যাড হাতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ সামনে প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন নিগাররা। ২৭ নভেম্বর মাঠে গড়াবে দুই দলের প্রথম ওয়ানডে
শামসুল হক
৪ / ১০
বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে প্রস্তুত হচ্ছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। অনুশীলনের ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হলেন এক আইরিশ নারী ক্রিকেটার
শামসুল হক
৫ / ১০
দুই কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশের মাঝে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার আতহার আলী খান। ক্যাপশনে লিখেছেন, ‘স্যার কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশের সঙ্গে থাকাটা দারুণ সম্মানের, টেস্টে একসঙ্গে ৯২৪ উইকেট নিয়ে ব্যাটারদের আতঙ্ক হয়েছিলেন তারা।’
ইনস্টাগ্রাম
৬ / ১০
বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমারও। স্ত্রীর সঙ্গে আরও অনেক দূর যেতে চান বলেও জানিয়েছেন তিনি
ইনস্টাগ্রাম
৭ / ১০
‘১১ বছর, চলো আরও এগিয়ে যাই। তোমার সঙ্গে যাত্রাটা ভালোবাসাময়’—স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এমন পোস্ট দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি
ইনস্টাগ্রাম
৮ / ১০
কোনো ক্যাপশন ছাড়াই স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে এই ছবিটা পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল
ইনস্টাগ্রাম
৯ / ১০
ছবির মতো সুন্দর কুইন্সটাউনের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে মাথা ছুঁয়ে উড়ে যাওয়া এই বিমান। ছবিটি আজ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার একাদশের অনুশীলন ম্যাচের সময় তোলা
ইনস্টাগ্রাম
১০ / ১০
বিরাট কোহলির ব্যাট না হাসলেও মুখের হাসিটা এখনো অমলিন। রানে ফেরার লক্ষ্যে অবশ্য দিনের খেলা শেষে আলাদা অনুশীলনও করেছে। এখন মুখের হাসিটা ব্যাটেও ফেরাতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা
এএফপি