২৭ কোটির পন্তেই সব আশা–ভরসা লক্ষ্ণৌর

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পন্তছবি: ফেসবুক
আগামীকাল শনিবার শুরু হচ্ছে আরও একটি আইপিএল। আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

অধিনায়ক: ঋষভ পন্ত
কোচ: জাস্টিন ল্যাঙ্গার
শিরোপা: নেই
স্কোয়াড: ২৪ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৬ জন

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ভারতের উত্তর প্রদেশের দল। আইপিএল সামনে রেখে দলটি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জার্সি উপহার দিয়েছে
ছবি: ফেসবুক

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণয়, আয়ুশ বাদোনি, মহসিন খান।

নিলামে কেনা: ঋষভ পন্ত, আবেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আবদুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, শামার জোসেফ, মণিমারন সিদ্ধার্থ, হিম্মত সিং, আরশিন কুলকার্নি, দিগ্বেশ সিং, প্রিন্স যাদব, যুবরাজ চৌধুরী, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার, আরিয়ান জুয়াল।

শক্তি

● লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ভরসার জায়গা ঋষভ পন্ত। এই উইকেটকিপার–ব্যাটসম্যানকে এবার ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ, যা তাঁকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে। ব্যাটিং, কিপিংয়ের পাশাপাশি পন্তের নেতৃত্বগুণও লক্ষ্ণৌর জন্য বাড়তি পাওনা।

নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলে আইপিএলের জন্য প্রস্তুত হচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ছবি: ফেসবুক

● লক্ষ্ণৌর টপ অর্ডার ও মিডল অর্ডার বেশ শক্তিশালী। ওপেনিংয়ে দেখা যেতে পারে মিচেল মার্শ ও এইডেন মার্করামকে। ওপেন করতে পারেন ভারতীয় আয়ুশ বাদোনিও। এরপর পন্ত, নিকোলাস পুরান, ডেভিড মিলার ও আবদুল সামাদদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ যেকোনো দলকে ধসিয়ে দিতে পারে।

দুর্বলতা

● চোটের কারণে টুর্নামেন্টের প্রথম অংশে খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব। এই ফাস্ট বোলারকে শুরু থেকে না পাওয়া লক্ষ্ণৌর জন্য বড় ক্ষতি।

● লক্ষ্ণৌতে ইমপ্যাক্টফুল বোলার নেই বললেই চলে। লেগ স্পিনার রবি বিষ্ণয় আছেন, যিনি এর আগে আইপিএলে পারফর্ম করেছেন। লক্ষ্ণৌকে সেরা সাফল্য উপহার দিতে হলে আবেশ খান, আকাশ দীপ, মহসিন খানের মতো পেসারকে আইপিএলের সেরা মৌসুম কাটাতে হবে।

প্রধান কোচ হিসেবে এবার জাস্টিন ল্যাঙ্গারের ওপর আস্থা রেখেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা
ছবি: ফেসবুক

● দলে কোনো পরীক্ষিত ওপেনার নেই। কুইন্টন ডি কক, লোকেশ রাহুলদের চলে যাওয়ায় ওপেনিংয়ে শূন্যতা সৃষ্টি করেছে।

● দলে বিদেশি পেসারের সংকট আছে। শামার জোসেফ ছাড়া বিদেশি পেসার নেই। জোসেফও খুব একটা অভিজ্ঞ নন। তিনি সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০টি।

প্রত্যাশা ও বাস্তবতা

● চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে চাইবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে বাস্তবতা বলছে, দলটির প্লে-অফে যাওয়াই কঠিন হতে পারে।