মেসির কোথাও কোনো চুক্তি হয়নি, দাবি তাঁর বাবার
মৌসুম শেষে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন লিওনেল মেসি—ইউরোপের সংবাদমাধ্যমে কয়েক দিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যে সংবাদ সংস্থা এএফপি আজ যেন ‘বোমা’ ফাটিয়েছে!
এক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে ‘চুক্তি হয়ে গেছে’ লিওনেল মেসির। সে সূত্র এ চুক্তির বিষয়ে সম্পৃক্ত বলেও জানিয়েছে এএফপি। এ খবর প্রকাশ হওয়ার পর দলবদল নিয়ে ইউরোপের নির্ভরযোগ্য কিছু সংবাদকর্মী নিজেদের দাবিতে অটল থাকেন।
মৌসুম শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, এখনো কিছুই হয়নি—পুরোনো এ খবরই মনে করিয়েছেন কয়েকজন সংবাদকর্মী। এবার মেসির বাবা মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করা বিবৃতিতে হোর্হে মেসি জানিয়েছেন, ‘কোনো ক্লাবের সঙ্গে এখনো কিছু হয়নি।’
পিএসজির সঙ্গে ৩০ জুন মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। হোর্হে মেসির দাবি, পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন তারকা। প্রকাশ করা বিবৃতিতে হোর্হে মেসি বলেছেন, ‘আগামী বছরের জন্য এখনো কোনো ক্লাবের সঙ্গে কোনো কিছু চূড়ান্ত হয়নি। লিওনেল মেসি পিএসজির সঙ্গে লিগ শেষ করার আগে এ সিদ্ধান্ত হবে না। মৌসুম শেষ হলে আমরা দেখব সামনে কী কী পথ আছে, তারপর সিদ্ধান্ত নেব। অনেকে লিওনেলের নাম ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করছেন। কিন্তু সত্য একটাই এবং সেটা হলো, এখনো কারও সঙ্গেই কিছু হয়নি।’
বিবৃতিতে মেসির সঙ্গে কোনো ক্লাবের চুক্তি না হওয়ার বিষয়টি আরও খোলাসা করে ব্যাখ্যা করেন হোর্হে মেসি, ‘মৌখিকভাবে, সইয়ের মাধ্যমে কিংবা কোনো সম্মতিও দেননি মেসি। মৌসুম শেষ হওয়ার আগে তা হবেও না। এটা কিছু কিছু সংবাদমাধ্যমের দায়িত্বহীন আচরণ, যারা প্রতিনিয়ত ইচ্ছাকৃতভাবে কোনো প্রমাণ ছাড়া নানারকম গুঞ্জনকে নিজেদের স্বার্থে সংবাদ বানিয়ে পরিবেশন করে। তাদের ব্যাখ্যা করতে হবে, খবর কেন যাচাই করা হয় না...সম্ভবত তারা নিজেদের “খবর” টিকিয়ে রাখতে সত্যটা জানতে চায় না।’
এএফপির প্রকাশিত সৌদি আরবে মেসির চুক্তি করা নিয়ে খবরে নাম প্রকাশ না করার শর্তে সেই সূত্র বলেছে, ‘মেসির চুক্তি হয়ে গেছে। সে সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।’ তবে সেই সূত্র কোনো ক্লাবের নাম প্রকাশ করেনি। গত মাসে সংবাদমাধ্যম জানিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল হিলাল আর্জেন্টাইন তারকাকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। দাবিটি করেছিলেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।
সেই রোমানোই আজ হোর্হে মেসির বিবৃতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। তার আগে রোমানো টুইট করে জানান, ‘মেসির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মৌসুমের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আল–হিলাল গত এপ্রিলে প্রস্তাব দিয়েছে। বার্সেলোনা মেসিকে দলে নেওয়ার জন্য আর্থিক সংগতি নীতি মেনে উপায় খুঁজছে।’
ফরাসি পত্রিকা লে’কিপ সৌদি ক্লাবের সঙ্গে চুক্তির ব্যাপারে মেসির মৌখিক সম্মতির কথা জানালেও পরে সংবাদমাধ্যমটি দাবি করেছে, মেসি পিএসজি ছাড়বেন কি না, ছাড়লে কোথায় যাবেন, আদৌ সৌদি আরবে যাবেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মৌসুম শেষে। গত সপ্তাহে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ার শাস্তি পান। সৌদি আরবের পর্যটনদূত মেসি এর মধ্যে ক্লাবের অনুশীলনেও ফিরেছেন।