সাবালেঙ্কার অবিশ্বাস আর সিনারের বার্তা

অস্ট্রেলিয়ান ওপেন জেতাটা এখনো বিশ্বাসই হচ্ছে না আরিনা সাবালেঙ্কার। আর জেতার পর বার্তা দিয়েছেন ইতিহাস গড়া ইয়ানিক সিনার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
রশিদ খানের কাছে সবচেয়ে বড় ‘থেরাপি’ হচ্ছে পুরোনো বন্ধুর সঙ্গে হাসাহাসি করা। আইপিএলে গুজরাট সতীর্থ ও ভারত পেসার মোহাম্মদ শামির সঙ্গে এ ছবি শেয়ার করে সেটিই জানিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার।
ইনস্টাগ্রাম
২ / ৭
বিপিএল খেলতে বাংলাদেশে উসমান কাদির। সিলেটে তোলা এ ছবি পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার কথা জানিয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার।
ইনস্টাগ্রাম
৩ / ৭
প্যারিসে অভিজাত একটি ঘড়ি-কলম তৈরির কোম্পানির শোরুমে গিয়েছিলেন জিনেদিন জিদান। ভালো সময়ই কেটেছে তাঁর।
ইনস্টাগ্রাম
৪ / ৭
শামার জোসেফকে ‘এরই মধ্যে তারকা’ বলছেন প্যাট কামিন্স। স্মরণীয় পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া অধিনায়কের সঙ্গে জার্সি অদলবদলও করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার।
ইনস্টাগ্রাম
৫ / ৭
বিপিএল খেলতে দলগুলো এখন সিলেটে। এক ফাঁকে সেখানে ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরতে গিয়েছিলেন লিটন দাস-আফিফ হোসেনরা।
ইনস্টাগ্রাম
৬ / ৭
আরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন গতকালই। তবে এখনো যেন বিশ্বাস হচ্ছে না তাঁর। ট্রফি হাতে ফটোসেশনের এমন কয়েকটি ছবি পোস্ট করে বেলারুশ তারকা লিখেছেন, ‘কী হলো!’
ইনস্টাগ্রাম
৭ / ৭
অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়েছেন ইতালির ইয়ানিক সিনার। জয়ের পর ট্রফি হাতে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কখনো লড়াই থামিও না!’
ইনস্টাগ্রাম