ভিক্টোরিয়ানসে পাকিস্তানি হাসান আলী–খুশদিল শাহ আর বিলবোর্ডে পিটারসেন
১ / ৮
স্কিয়িংয়ের নেশায় পেয়েছে কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার কার্লোস পুয়োলকে। এ ছবিতে নিজের নতুন সেই শখের কথা জানালেন পুয়োলছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
একটি বলে বসেছেন এবং অন্যটি হাতে নিয়েছেন। অনুশীলনের ফাঁকে চেলসির জার্মান তরুণ কাই হাভার্টজছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
দল বেঁধে সতীর্থদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন ঢাকা ডমিনেটরসের পেসার তাসকিন আহমেদ। সবাইকে সঙ্গে নিয়ে সেলফি তুলে তাসকিন লিখেছেন, ‘জুমা মোবারক। আমাদেরকে আপনাদের প্রার্থনায় রাখুন।’ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
ইএ স্পোর্টসের দেওয়া ফিফা টিম অব দ্য ইয়ারে জায়গা হয়েছে লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকেরছবি: ইনস্টাগ্রাম
পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন স্পেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনা কিংবদন্তির কাছে এমন মুহূর্তে সময় স্থির হয়ে যায়ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
বিশ্বখ্যাত ঘড়ির ব্র্যান্ড উবলোর সঙ্গে যুক্ত হয়ে এবার ইতালির মিলান শহরের বিলবোর্ডে ঠাঁই হয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের। বিলবোর্ডের ছবি পোস্ট করে পিটারসেন মজা করে লিখেছেন, ‘এ মুহূর্তে মিলানে সবার ওপর নজর রাখা হচ্ছে।’ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দুই পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী ও খুশদিল শাহ। ছবিটি দিয়ে হাসান আলী লিখেছেন, ‘আমরা ভিক্টোরিয়ানস।’ছবি: ইনস্টাগ্রাম