গেইল পারেন বলেই এমনটা করেন

অনেকের মনেই একটা প্রশ্ন আছে, ক্রিস গেইল যে আমুদে, তিনি যে এত উচ্ছ্বাসে কাটান; এই বয়সে এটা কীভাবে পারেন? তাঁদের জন্যই হয়তো গেইল লিখেছেন, ‘আমি পারি, তাই এটা করি!’
১ / ৯
অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এ মুহূর্তে বেইজিংয়ে আছে আর্জেন্টিনা দল। সেখানকার ফোর সিজন হোটেলের সামনে থেকে চীনের সবাইকে ‘হ্যালো’ বলেছেন দলটির বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ
ইনস্টাগ্রাম
২ / ৯
ফুটবল থেকে কিছুদিনের অবসর। কিলিয়ান এমবাপ্পে হয়তো অবসর কাটাতে যাবেন কোনো অবকাশযাপনকেন্দ্রে। আপাতত তিনি ফ্রান্সই ঘুরে দেখছেন
ইনস্টাগ্রাম
৩ / ৯
করিম বেনজেমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে তাঁর নতুন ক্লাব আল ইত্তিহাদ। বেনজেমা ম্যাচ খেলার সময় কখনো কখনো হাতে যে ব্যান্ডেজ নিয়ে নামেন, এরই মধ্যে সে রকম একটি প্রতিকৃতি বানিয়েছে ক্লাবটি
ইনস্টাগ্রাম
৪ / ৯
ফুটবলে কয়েক দিনের ছুটি পেয়ে সমুদ্রবিহারে চলে গেছেন মোহাম্মদ সালাহ
ইনস্টাগ্রাম
৫ / ৯
বাস্কেটবল উপভোগ করতে গেছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবিটি দিয়ে নেইমার লিখেছেন, ‘বন্ধুর জন্য চিৎকার করা সহজ কাজ নয়।’
ইনস্টাগ্রাম
৬ / ৯
ছোট্ট সন্তানকে নিয়ে ঘুরতে গেছেন নিকোলাস পুরান ও তাঁর স্ত্রী। ছবিটি দিয়ে লিখেছেন, ‘আলাইরা আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ।’
ইনস্টাগ্রাম
৭ / ৯
ছেলের সঙ্গে শোয়েব মালিক। ছবিটি দিয়ে লিখেছেন, ‘ছেলেদের ডে–আউট!’
ইনস্টাগ্রাম
৮ / ৯
আফগানিস্তান টেস্টের জন্য উন্মুখ হয়ে আছেন তাসিকন আহমেদ
ইনস্টাগ্রাম
৯ / ৯
অনেকের মনেই একটা প্রশ্ন আছে, ক্রিস গেইল যে আমুদে, তিনি যে এত উচ্ছ্বাসে কাটান; এই বয়সে এটা কীভাবে পারেন? তাঁদের জন্যই হয়তো গেইল লিখেছেন, ‘আমি পারি, তাই এটা করি!’
ইনস্টাগ্রাম