উমরান মালিককে দেখে পাকিস্তানি কিংবদন্তির কথা মনে হয় ব্রেট লির
এবারের আইপিএলের সেনসেশন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই তরুণ ফাস্ট বোলার গতির ঝড় তুলে সবাইকে মাত করে দিয়েছেন। কেবল গতি কেন, উইকেট শিকারেও উমরান পরিচয় দিয়েছেন দারুণ দক্ষতার। সেটির পুরস্কার এই ফাস্ট বোলার পেয়েছেন ভারতীয় দলে সুযোগ করে নিয়ে। গোটা আইপিএলেই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। সুনীল গাভাস্কার থেকে শুরু করে রবি শাস্ত্রী—কার প্রশংসা পাননি!
উমরানকে নিয়ে মেতেছিলেন সীমান্তের ওপারে পাকিস্তানি সাবেকরাও। উমরানকে নিয়ে এবার কথা বললেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি। উমরানকে দেখে নাকি তাঁর এক পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলারের কথা মনে পড়ে।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন উমরান। গড় মাত্র ২০.১৮। প্রতি ম্যাচেই গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করেছেন। ব্রেট লি বলেছেন, ‘শুরু থেকেই আমি উমরানের দারুণ ভক্ত।’
উমরানকে দেখেই নাকি তাঁর এক পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলারের কথা মনে হয়, ‘উমরানের বোলিং দেখে আমার প্রথমেই মনে আসে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের কথা।’
উমরানের জন্য একগাদা প্রশংসার কথাও বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার, ‘আমি উমরানের ভক্ত। সে একজন লড়াকু সৈনিক। সে আরও অনেক গতিতে বোলিং করার সামর্থ্য রাখে। তাঁর দৌড় আমাকে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের কথা মনে করিয়ে দেয়।’
এবারের আইপিএলে প্রতি ম্যাচেই দ্রুততম ডেলিভারির পুরস্কার ছিল। টানা ১৪ ম্যাচে গতির ঝড় তুলে সেটি নিয়ে নিয়েছেন উমরান। প্রতি ম্যাচে তাঁর উপস্থিতিই এমন ছিল যে ভারতীয় নির্বাচকেরা তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের টি–টোয়েন্টি সিরিজে উপেক্ষা করতে পারেননি।
এএনআইয়ের সঙ্গে আলাপচারিতায় ব্রেট লি কথা বলেছেন বিরাট কোহলিকে নিয়েও। এবারের আইপিএলটা ভুলে যাওয়ার মতোই ছিল কোহলির জন্য। তবে লি মনে করেন, একজন ক্রিকেটারের ক্যারিয়ারের এমন সময় আসাটা খুবই স্বাভাবিক। এই সমস্যাটা খুব তাড়াতাড়িই কেটে যাবে, ‘আমার মনে হয় কোহলির উচিত কিছুদিন ক্রিকেট নিয়ে ভাবা বন্ধ করে পরিবারের সঙ্গে সময় কাটানো। আমি আশা করি, খুব শিগগিরই তাঁর সময় ফিরবে।’